শেষ আপডেট: 25th December 2024 11:19
দ্য ওয়াল ব্যুরো: বাবা আর দুই ভাইয়ের সঙ্গে লং ড্রাইভে বেরিয়েছিল ৬ বছরের হর্ষ। রবিবারের বিকেলে ইচ্ছে হয়েছিল পানিপুরী খাওয়ার। সেটাই কাল হল। গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল তাঁর। এক্ষেত্রে দুর্ঘটনা থেকে বাঁচাতে যে জিনিসটি সবথেকে বেশি কার্যকরী, সেই এয়ারব্যাগের চাপেই মৃত্যু হয়েছে হর্ষের।
মুম্বই নিবাসী হর্ষ মাভজি আর্থেইয়ার মৃত্যু ঘটনায় স্বাভাবিকেই শোকের ছায়া তাঁর পরিবারে। সে ছাড়া গাড়ির আর কেউই খুব একটা আহত হয়নি। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছিল তাঁদের গাড়িটির। তাতেই এয়ারব্যাগ খুলে আসে। আর তার ধাক্কায় মৃত্যু হয় হর্ষের।
ভাসি অঞ্চল যা মু্ম্বই থেকে প্রায় ১ ঘণ্টা দূরে, সেখানেই ঘটে এই দুর্ঘটনা। হর্ষদের গাড়ির সামনেই একটি এসইউভি গাড়ি যাচ্ছিল। তার গতি একটু বেশিই ছিল বলে জেনেছে পুলিশ। সেই কারণে হঠাৎ সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডিভাইডারে ধাক্কা মারে। এতই জোরে সেটি ধাক্কা খেয়েছিল যে গাড়ির পিছনের অংশ কিছুটা উঠে গিয়ে পিছনে থাকা হর্ষদের গাড়ির সামনের বনেটে পড়ে। সেই অভিঘাতেই এয়ারব্যাগ খুলে যায়। আর তার চাপেই মৃত্যুর কোলে ঢোলে পড়ে হর্ষ।
এই ঘটনায় অবশ্য হর্ষের শরীরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। পুলিশ মনে করছে, হর্ষের শরীরের ভিতরেও হয়তো কোনও আঘাত থাকবে না। কারণ কোনও আঘাতে নয়, আচমকা এয়ারব্যাগ খুলে আসায় ভয় পেয়ে মৃত্যু হয়ে থাকতে পারে তাঁর। এই ঘটনায় ওই এসইউভি গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে।