শেষ আপডেট: 16th April 2024 18:03
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সকালে শ্রীনগরের বাটওয়ারা এলাকার কাছে ঝিলাম নদীতে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬। এর মধ্যে চারজন স্কুল পড়ুয়া। তিনজনকে এসএমএইচএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নৌকায় এলাকার শিশুরা ছিল। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার খবর পাওয়া মাত্রই উদ্ধারকাজ শুরু হয়। উদ্ধারকারীরা সাতজনকে জল থেকে তুলে হাসপাতালে পাঠিয়েছেন। সকালে হাসপাতাল সুপার জানান, চারজনের মৃত্যু হয়েছে। তিনজনের চিকিৎসা চলছে। পরে আরও ২ জনের মৃত্যু হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, নৌকায় প্রায় ১৫-২০ জন ছিলেন। তার মধ্যে ৭ জন স্কুল পড়ুয়া ছিল। ওই এলাকায় দীর্ঘদিন ধরে একটি সেতু নির্মীয়মাণ অবস্থায় পড়েছিল। প্রচণ্ড স্রোতের মুখে সেই সেতুর পিলারে ধাক্কা লেগে নৌকাটি উলটে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গান্ডেরওয়াল থেকে ঝিলাম নদী পেরিয়ে নৌকাটি বাটওয়ারায় যাচ্ছিল। নৌকার অধিকাংশ যাত্রীই স্থানীয় মানুষ ও বাচ্চা। তবে স্থানীয়দের অভিযোগ, উদ্ধারকাজে ঢিলেমি করছে এসডিআরএফ। দুর্ঘটনার খবর পাওয়ার বহুক্ষণ পর তারা এসেছে। তার আগেই স্থানীয়রাই উদ্ধারে হাত লাগান।
উল্লেখ্য, প্রচুর বৃষ্টির জেরে ঝিলামে এমনিতেই জলস্তর বেড়েছে। যদিও বন্যার কোনও সম্ভাবনা তৈরি হয়নি। এদিন থেকে বৃষ্টির প্রকোপ কিছুটা কমায় দুএক জায়গায় জলস্তর বাড়লেও বাকি এলাকাগুলির পরিস্থিতি স্বাভাবিকই আছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে জল আরও নেমে যাবে বলে জানিয়েছে সেচ এবং বন্যা নিয়ন্ত্রণ দফতর।