শেষ আপডেট: 4th February 2025 10:18
দ্য ওয়াল ব্যুরো: অগ্নিকাণ্ড, পদপিষ্টকাণ্ডের পর মহাকুম্ভে আবারও মর্মান্তিক দুর্ঘটনা। বসন্ত পঞ্চমীর পুণ্যস্নানের দিন হাওয়া বেলুন ফেটে ভয়ঙ্কর কাণ্ড। আগুনে ঝলসে গুরুতর জখম ৬ পুণ্যার্থী।
সোমবার ছিল বসন্ত পঞ্চমী। এদিন উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অবগাহন করেন লক্ষ লক্ষ মানুষ। মৌনী অমাবস্যায় পদপিষ্টের ঘটনা থেকে শিক্ষা নিয়ে যোগী প্রশাসন বেশি সতর্কতা নিয়েছিল। কিন্তু তারপরও আবার এক দুর্ঘটনা।
জানা যাচ্ছে, প্রয়াগরাজের সেক্টর ২০-তে আখড়া মার্গের কাছে দুর্ঘটনাটি ঘটে। মাটি থেকে কিছুটা ওপরে উঠতেই হিলিয়াম গ্যাস ভর্তি হাওয়া বেলুন ফেটে যায়। বেলুনের বাস্কেট থেকে মাটিতে আছড়ে পড়েন ৬ পুণ্যার্থী।
মারাত্মকভাবে পুড়ে যায় প্রত্যেকের শরীর। আহতদের মধ্যে ২ জন হৃষিকেশ, বাকিরা প্রয়াগরাজ, হরিদ্বার, মধ্যপ্রদেশের ইন্দোর ও খারগোনের বাসিন্দা।
ঝলসে যাওয়ার পর সঙ্গে সঙ্গেই আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে আনার পরেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে আহতদের। আপাতত বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন তাঁরা। তবে সকলের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে।