শেষ আপডেট: 10th September 2024 13:14
দ্য ওয়াল ব্যুরো: ফুসফুসের সংক্রমণে ভুগছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বেশ কিছুদিন ধরে দিল্লির এইমসে ভর্তি রয়েছেন তিনি। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে খবর রটেছিল মাঝে। কিন্তু সিপিএম-এর তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়, ইয়েচুরির অবস্থা স্থিতিশীল। কিন্তু এখন আবার জানা গেল, সীতারামের শারীরিক অবস্থা সঙ্কটজনক। আইসিইউতেই আছেন তবে তাঁকে রেসপিরেটরি সাপোর্টে রাখা হয়েছে।
গত ১৯ অগস্ট ফুসফুসের সমস্যা নিয়ে সীতারাম ইয়েচুরি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর ফুসফুসে নিউমোনিয়ার সংক্রমণ ধরা পড়ে। এই মুহূর্তে এইমসের বিশেষজ্ঞ চিকিৎসক দল বর্ষীয়ান সিপিএম নেতাকে পর্যবেক্ষণে রেখেছেন। মঙ্গলবার হাসপাতালের তরফে জানানো হয়েছে, তাঁর শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা গেছে। এই মুহূর্তে তাঁর অবস্থা ভাল নয়। তবে আশা করা হচ্ছে, খুব তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে উঠবেন। এই নিয়ে মঙ্গলবার বিবৃতি দিয়েছে সিপিএমও।
Comrade Sitaram Yechury’s health condition pic.twitter.com/NDPl8HE8K0
— CPI (M) (@cpimspeak) September 10, 2024
গত শুক্রবার সিপিএম কেন্দ্রীয় কমিটি একটি বিবৃতি প্রকাশ করেছিল। তাতে বলা হয়েছিল, ইয়েচুরিকে ভেন্টিলেশনে রাখা হয়েছে এবং তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক এমন তথ্য ঠিক নয়। বর্তমানে তিনি দিল্লি এইমসের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসায় ইতিবাচক সাড়াও দিচ্ছেন। কিন্তু চারদিনের মধ্যেই অন্য খবর বেরিয়ে এল হাসপাতাল সূত্রে। দলীয় সূত্রে খবর, হাসপাতাল থেকে জানানো হয়েছে, ফুসফুসে সংক্রমণ হওয়ার কারণে শারীরিক অবস্থা কখনও ভাল আবার কখনও খারাপ হবে। তবে তিনি পর্যবেক্ষণে রয়েছেন।
এর আগে ৭২ বছরের ইয়েচুরির ছানি অপারেশনও হয়েছিল। যে কারণে ইচ্ছে থাকলেও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণের পরও কলকাতায় শেষ শ্রদ্ধায় হাজির থাকতে পারেননি।