শেষ আপডেট: 2nd February 2025 16:25
দ্য ওয়াল ব্যুরো: ৪০ হাজার টাকা ধার নিয়ে ভাড়াটে গুণ্ডা লাগিয়ে শ্য়ালিকাকে গণধর্ষণ করানোর অভিযোগ জামাইবাবুর বিরুদ্ধে। ঘটনা উত্তরপ্রদেশের। ইতিমধ্যেই অভিযুক্ত জামাইবাবু-সহ আরও দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
২১ জানুয়ারি থেকে কোনও খোঁজ ছিল না মেয়ের। দু'দিন ধরেও খুঁজে না পেয়ে বাধ্য হয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের লোকজন। এর কিছু দিন পরই স্থানীয় খালের ধার থেকে নির্যাতিতার দগ্ধ দেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল ঘটনায় মূল অভিযুক্তের। সম্পর্কে তিনি জামাইবাবু। ঝামেলা শুরু হয় এই সম্পর্ক নিয়েই। মাঝে মধ্যেই দিদির কাছে সব ফাঁস করে দেওয়ার হুঁশিয়ারি দিত শ্যালিকা। আর সেই ভয়েই অভিযুক্ত খুনের পরিকল্পনা করেন।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গণধর্ষণ করে খুন করা হয় নির্যাতিতাকে। পরে প্রমাণলোপাট করতে জ্বালিয়ে দেওয়া হয় শরীর। কথায় অসঙ্গতি মেলায় জামাইবাবুকে গ্রেফতার করে পুলিশ। টানা জিজ্ঞাসাব্দের পর অবশেষে মুখ খোলেন তিনি।
অভিযুক্ত জানান, দুই বন্ধুর সঙ্গে যোগাযোগ করেন তিনি। ৩০ হাজার টাকার বিনিময়ে বন্ধুর শ্য়ালিকাকে খুনে রাজিও হয়ে যান তাঁরা। তারপর শ্যালিকাকে নিয়ে ঘুরতে যাওয়ার নাম করে স্কুটারে চাপিয়ে একটি পরিত্যক্ত এলাকায় নিয়ে যান জামাইবাবু। সেখানেই গণধর্ষণ করে পুড়িয়ে দেওয়া হয়।