শেষ আপডেট: 26th January 2025 14:21
দ্য ওয়াল ব্যুরো: ভাইকে জেল থেকে ছাড়িয়ে আনবেন, এই প্রতিশ্রুতি দিয়ে দাদার বউকে গণধর্ষণের অভিযোগ উঠল ভাসুর ও তাঁর দুই বন্ধুর বিরুদ্ধে। মহারাষ্ট্রের নাসিকের পঞ্চবটী এলাকার ঘটনা।
স্বামীর কাজের সূত্রে মুম্বইয়ে থাকেন নির্যাতিতা। বুধবার সেখান থেকে তিনি নাসিকে যান ভাসুরের সঙ্গে দেখা করতে। অভিযোগ, পঞ্চবটী এলাকায় এক ব্যক্তির সঙ্গে দেখা করাবেন বলে তাঁকে একটি শুনশান জায়গায় একটি বাড়িতে নিয়ে যান ভাসুর। সেখানে ভাসুরের তাঁর দুই বন্ধুও আসেন। সেখানেই সবাই মিলে মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
ঘটনা হল, বেশ কয়েক মাস আগে বাড়ির অমতে বিয়ে হয়েছিল মহিলার। যা মেনে নিতে পারেননি তাঁর পরিবারের লোকজন। পরে তাঁরা তাঁদের মেয়ের স্বামীর বিরুদ্ধে অপহরণের অভিযোগ আনেন। পুলিশ গ্রেফতারও করে যুবককে। তারপর থেকেই জেলবন্দি মহিলার স্বামী। ভাসুরের সঙ্গে দেখা করতে যাওয়ার কারণ দর্শিয়ে নির্যাতিতা পুলিশকে জানান, ভাইকে জেল থেকে ছাড়িয়ে আনবেন বলে প্রতিশ্রুতি দেন ভাসুর। তাই তিনি মুম্বই থেকে নাসিকে যান দেখা করতে।
নির্যাতিতার অভিযোগ, গণ ধর্ষণের পর তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। জ্ঞান ফিরতে তাঁর উপর ফের অত্যাচার চালান ভাসুর ও তাঁর বন্ধুরা। এ ভাবে দেড় দিন ধরে তাঁকে আটকে রাখা হয়েছিল। শৌচকর্ম করতে যাবেন বলে যখন ভাসুরকে জানান, তখন ভাসুর তাঁর দুই বন্ধুর একজনকে পাহারায় পাঠান, যাতে তিনি পালিয়ে যেতে না পারেন।
নির্যাতিতা জানান, ভাসুরের সেই সঙ্গীকে ধাক্কা মেরে ফেলে কোনও রকমে পালিয়ে হাইওয়েতে ওঠেন তিনি। তার পর স্থানীয়দের গোটা ঘটনার কথা বললে তাঁরাই তাঁকে নিয়ে থানায় পৌঁছে দেন। নির্যাতিতা ধর্ষণের অভিযোগ দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই গোটা ঘটনায় মহিলার ভাসুরের দুই বন্ধুকে গ্রেফতার করা হয়েছে। তবে ভাসুর এখনও পলাতক। তদন্ত চলছে, তল্লাশি অভিযান চালিয়ে তাঁকে দ্রুত খুঁজে আনা হবে বলেও জানিয়েছে তারা।