Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
WTC ফাইনাল: ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজনের আশা কি ভেস্তে যাবে?নতুন রূপে পর্দায় আসছে 'শক্তিমান', তবে রণবীর নন, দেখা যাবে এই দক্ষিণী সুপারস্টারকে!বিমান দুর্ঘটনার কথা আগেই জানান জ্যোতিষী? টুইট ঘিরে শুরু বিতর্ক, 'মানবিক' হতে বলল নেটপাড়াAhmedabad Plane Crash: জীবনযুদ্ধের মাঝপথেই ছাড়তে হল ময়দান, অসমাপ্ত ক্রু সদস্যদের কাহিনিওযুদ্ধেও বাইবেল-কোরান, ইজরায়েলের ‘জাগ্রত সিংহের’ বদলায় ইরানের ‘সাচ্চা ওয়াদা’ কেন?কাজল-অনুব্রতকে নিয়ে আলাদা বৈঠকে ফিরহাদ! ফোন কল বিতর্কের জের নাকি দ্বন্দ্ব মেটানোর উদ্যোগWTC Final: লর্ডসে সেঞ্চুরি করে ব্র্যাডম্যান-গ্রিনিজদের ক্লাবে মার্করাম, তালিকায় একমাত্র ভারতীয় আগারকরশুভাংশুর মহাকাশ অভিযান, নতুন তারিখ জানাল ইসরোAir India Plane Crash: গঠন করা হল উচ্চপর্যায়ের তদন্ত কমিটি, তিন মাসে রিপোর্ট পেশের নির্দেশNEET UG 2025: আজই ফলপ্রকাশ! কীভাবে দেখবেন, কাউন্সেলিংয়ে কেমন করে অংশ নেবেন? জেনে নিন
Operation Sindoor

২২ মিনিটে বদলা নিয়েছি ২২ তারিখের, আমার শিরায় যেন টগবগ করে ফুটছে সিঁদুর: রাজস্থানে মোদী

রাজস্থানের বিকানেরের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে স্বাভাবিকভাবেই পহেলগাম ঘটনার প্রেক্ষিতে শোকপ্রকাশ করেন মোদী।

২২ মিনিটে বদলা নিয়েছি ২২ তারিখের, আমার শিরায় যেন টগবগ করে ফুটছে সিঁদুর: রাজস্থানে মোদী

নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 22 May 2025 13:48

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গিহানার ঘটনার (Pahalgam Attack) বদলা নিতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) অভিযান করেছিল। তাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গার জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয়েছে। ১০০-র বেশি জঙ্গি নিকেশের দাবিও করেছে সেনাবাহিনী। সেই অভিযানের সাফল্যের কথা বলতে গিয়ে বৃহস্পতিবার রাজস্থানে কার্যত পড়শি দেশকে উদ্দেশ্য করে আরও বড় হুঙ্কার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বললেন, 'আমার শিরায় শিরায় গরম রক্তের বদলে সিঁদুর বইছে।'

রাজস্থানের বিকানেরের (Rajasthan Bikaner) জনসভায় বক্তব্য রাখতে গিয়ে স্বাভাবিকভাবেই পহেলগাম ঘটনার প্রেক্ষিতে শোকপ্রকাশ করেন মোদী। বলেন, ওই ঘটনা গোটা দেশবাসীকে কাঁদিয়েছে। তবে দেশ ক্ষিপ্তও হয়েছিল। বদলা চাইছিল। সেই বদলাই নেওয়া হয়েছে। 'অপারেশন সিঁদুর'-এর প্রসঙ্গে মোদীর হুঙ্কার, ''গোটা পৃথিবী দেখল সিঁদুর যখন বারুদে পরিণত হয় তখন কী পরিণতি হয়। আর আমার শরীরে তো রক্ত নয়, গরম সিঁদুর বইছে।'' প্রধানমন্ত্রী পাকিস্তানকে উদ্দেশ্য করে ফের হুঁশিয়ারি দিয়ে এও বলেন, ''২২ তারিখ যারা মা-বোনেদের সিঁদুর মুছে দিয়েছিল তাদের হামলার বদলা ২২ মিনিটেই নিয়েছি।'' 

ভারতীয় সেনার তরফে আগেই জানান হয়েছিল যে, পাকিস্তানের এয়ার ডিফেন্স তাঁরা মাত্র ২৩ মিনিটেই ভেঙেছে। তুর্কি নির্মিত ড্রোন এবং চিনের তৈরি মিসাইলও ভারতের প্রত্যাঘাত সামলাতে পারেনি। বৃহস্পতিবারের সভা থেকে সে কথাই ফের একবার মনে করিয়ে দেন মোদী। পাশাপাশি স্পষ্ট বার্তা দিয়ে আবার বুঝিয়ে দেন, সন্ত্রাসবাদ ইস্যুতে আর নরম মনোভাব প্রকাশ করবে না ভারত। তাঁর কথায়, ''নিজের দেশকে আমি কোনও ভাবেই নত হতে দেব না। যারা সিঁদুর মুছতে এসেছিল, তাদের মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। আগামী দিনে এমন ঘটনা ঘটানোর কথা ভাবলে তাই করা হবে।''

'অপারেশন সিঁদুর'কে ন্যায়ের নতুন রূপ বলেও অভিহিত করেন প্রধানমন্ত্রী। দেশবাসীর উদ্দেশে তাঁর বার্তা, ''ভারতমাতার সুরক্ষায় আমি বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকব। এর আগে ঘরে ঢুকে মেরেছিলাম, এবার সরাসরি বুকে আঘাত করেছি।'' যদিও মোদী এও মনে করিয়ে দেন, এটা কোনও প্রতিশোধের খেলা নয়। তবে ভারতের ওপর আঘাত হানলে প্রত্যাঘাতও করা হবে। 

পহেলগাম হামলার পর থেকেই সীমান্তে কড়া নজরদারি। ভারতের প্রত্যাঘাতের পর পাল্টা হামলা চালিয়েছিল পাকিস্তান। জম্মু-কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান-সহ সীমান্তের নিকটবর্তী এলাকার বিভিন্ন অংশে ব্ল্যাক আউট করে দেওয়া হত। পাক ড্রোন হামলা ব্যর্থ করেছে ভারত। এরপর দুই দেশের মধ্যে সংঘর্ষবিরতি জারি হয়। তবে সেই লঙ্ঘন করেই জয়সলমীর-সহ রাজস্থানের সীমান্তবর্তী এলাকায় ড্রোন হামলা চালায় পাকিস্তান। বর্তমানে পরিস্থিতি আপাতত স্বাভাবিক। সেই রাজস্থানেই প্রধানমন্ত্রী সভা করলেন। ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, ভারত যে দমে থাকবে না তা পাকিস্তানকে বুঝিয়ে দিতে চান নরেন্দ্র মোদী।  


ভিডিও স্টোরি