শেষ আপডেট: 8th November 2023 15:07
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি ন্যাশানাল জিওগ্রাফিক তাদের একটি সার্ভেতে জানিয়েছে ২০২৪-এ অর্থাৎ নতুন বছরে ঘুরতে যাওয়ার জন্য 'কুলেস্ট ডেস্টিনেশন'এর তালিকায় জায়গা করে নিয়েছে সিকিম। এই লিস্টে সারা পৃথিবীর মোট ৩০টি জায়গা থাকলেও ভারতের মধ্যে থেকে কেবল নাম রয়েছে সিকিমের। আসছে বছরে এইসব জায়গাগুলোতে পর্যটকদের ভিড় বিপুলভাবে বাড়তে চলেছে বলে দাবি করছেন ন্যাশানাল জিওগ্রাফিক।
বছর শেষ হতে আর দেড় মাস বাকি। ইতিমধ্যেই ক্রিসমাসে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে শুরু করে দিয়েছেন অনেকেই। ঠিক তার আগেই ন্যাশানাল জিওগ্রাফিকের কুলেস্ট ডেস্টিনেশনের এই লিস্ট বেশ সাহায্যই করবে ভ্রমণপ্রেমীদের। লিস্টে যেখানে ইউরোপের বেশিরভাগ দেশের নাম দেখা যাচ্ছে, সেখানে সিকিমের নাম দেখে ভারতীয় হিসেবে গর্ব হওয়ার কথা বৈকি। সিকিম ছাড়াও এশিয়ার আরও দুটো দেশ এই তালিকায় জায়গা করে নিয়েছে, যেমন- চিনের শি ইয়ান এবং তাইওয়ানের তাইনান।
প্রাকৃতিক সৌন্দর্যের জন্য চিরকালই জনপ্রিয় সিকিম। হিমালয়ের কোলে, নেপাল, ভুটান আর তিব্বতের ঠিক মধ্যিখানে অবস্থিত এই পাহাড়ি রাজ্যটি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সৌন্দর্য উপভোগ করা যায়। হাই অল্টিটিউড লেক আর প্রচুর পুরনো মনাস্ট্রি সিকিমের অন্যতম আকর্ষণ। ভারতের ক্ষুদ্রতম রাজ্যগুলির মধ্যে অন্যতম সিকিম। কলকাতা ও দিল্লি থেকে সরাসরি বিমানে যাওয়ার সুবিধেও চালু হয়েছে সিকিমে। তবে সেটা পুরোটাই আবহাওয়ার উপর নির্ভর করে। তা না হলে বাগডোগরায় নেমে যেতে হয় গাড়িতে।
তুষারে ঢাকা কাঞ্চনজঙ্ঘা সহ বরফে মোড়া হিমালয়ের বিস্তীর্ণ রেঞ্জ , চমৎকার প্রাকৃতিক দৃশ্য, সবুজে ঢাকা পাহাড়ি অরণ্য আর ঐতিহ্যের উত্তরাধিকার নিয়ে চলা প্রাণবন্ত সংস্কৃতি এই হল সিকিমের পরিবেশ। ঘরের কাছে হিমালয় বলতে এক শতাব্দীর বেশি সময় ধরে দার্জিলিংই ছিল বাঙালির কাছে একমাত্র গন্তব্য। অবস্থা বদলায় ১৯৭৪ সালের পর যখন সিকিম স্বাধীন রাষ্ট্র থেকে পরিবর্তিত হয় ভারতের অঙ্গরাজ্যে। গত শতকের আটের দশক থেকেই প্রত্যেক ভ্রমণপ্রেমীর ‘মাস্ট ভিসিট ডেস্টিনেশন’-এর তালিকায় ঢুকে পড়ছে সিকিম। এবার ন্যাশনাল জিওগ্রাফিকের কুলেস্ট ডেস্টিনেশনের তালিকাতেও জায়গা করে নিল সিকিম।
গোয়েচেলা পাস, সিঙ্গালিলা শৈলশিরা (Ridge), জোংরি (Dzongri) সহ অসংখ্য জনপ্রিয় ট্রেকিং রুট রয়েছে এই সিকিমে।
এছাড়া সিকিমে রয়েছে অপূর্ব সুন্দর একাধিক ভ্যালি। সিকিমের ইয়ামথাং ভ্যালিকে বলা হয় ভ্যালি অফ ফ্লাওয়ারস। ইয়াকসুম এবং পেলিংয়ের বেশ কিছু জায়গাতে রয়েছে প্রকৃতিকে নিবিড় করে পাওয়ার সুযোগ।
তাই যারা হিমালয় আর শান্তি দুটোই পছন্দ করেন অথবা খুঁজে নিতে চান অ্যাডভেঞ্চার তাঁরা কিছুতেই সিকিমের হাতছানি উপেক্ষা করতে পারেন না।