শেষ আপডেট: 4th December 2023 23:58
দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানে গদিচ্যুত হয়েছে অশোক গেহলট সরকারের। বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে বিজেপি। এই পালাবদলের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই স্বমহিমায় ধরা দিলেন নবনির্বাচিত এক বিজেপি বিধায়ক। জয়পুরের রাস্তার ধারে যত নন-ভেজ খাবারের স্টল আছে, তা সরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন বিজেপি বিধায়ক বালমুকুন্দ আচার্য।
সোমবার সকালেই দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিজের বিধানসভা কেন্দ্রে টহল দিতে বেরিয়েছিলেন বালমুকুন্দ। সেইসময় রাস্তার ধারে থাকা আমিষ দোকানগুলির সামনে দাঁড়িয়ে পড়েন তিনি। তারপর এক পুলিশ আধিকারিককে নন-ভেজ স্টল সরানোর নির্দেশ দেন।
হুঁশিয়ারির সুরে বালমুকুন্দকে বলতে শোনা গেছে, রাস্তার ধারে কোনও আমিষ খাবার বিক্রি করা যাবে না। সন্ধের মধ্যে সব দোকান তুলে রাস্তা ফাঁকা করে দিতে হবে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সেখানে দেখা যাচ্ছে, বিজেপি বিধায়ক ভিড়ের মধ্যে দাঁড়িয়ে এক পুলিশ আধিকারিককে জিজ্ঞেস করছেন, 'রাস্তার ধারে এভাবে নন-ভেজ খাবার বিক্রি করা যায় কি? হ্যাঁ অথবা না-তে উত্তর দিন। যদি আপনি আমার কথার সমর্থন করেন তবে সমস্ত নন-ভেজের দোকান সরিয়ে দিন। আজকের সন্ধের মধ্যে এব্যাপারে আমাকে রিপোর্ট দেবেন।'
This is from Jaipur, Rajasthan.
— Md Asif Khan (@imMAK02) December 4, 2023
Newly elected BJP MLA Balmukund Acharya and his supporters targeted Muslim owned non-veg hotels. pic.twitter.com/Wp3jp45V5b
বালমুকুন্দ জয়পুরের হাওয়ামহল বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে দাঁড়িয়েছিলেন। রবিবার নির্বাচনের ফলাফল বের হওয়ার পর দেখা যায়, কংগ্রেস প্রার্থী আরআর তিওয়ারিকে ৬০০ ভোটে হারিয়েছেন তিনি।
বিজেপি বিধায়কের ভিডিও ভাইরাল হতেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে নেট দুনিয়ায়। কেউ কেউ সমর্থন করলেও অনেকে বিজেপি বিধায়কের আচরণের নিন্দা করেছেন। এআইমিম দলের প্রধান আসাদউদ্দিন ওয়াইসির এই ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়েছেন।
তিনি বলেন, 'এটা খুবই ভুল ও নিন্দনীয় কাজ। কেউ এভাবে কিছু আটকাতে পারে না।' তিনি প্রশ্ন করেছেন, 'যদি কেউ নন-ভেজের স্টল লাগাতে চান, তবে আপনি কীভাবে তা আটকাতে পারেন?'