শেষ আপডেট: 29th December 2024 20:59
দ্য ওয়াল ব্যুরো: 'উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর বাড়ির নিচে শিবলিঙ্গ রাখা রয়েছে।' রবিবার দাবি করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। শিবলিঙ্গটি খনন করে বের করে আনার দাবি এদিন তোলেন তিনি।
রবিবার অখিলেশ বলেন, ‘লখনউয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর বাড়ির নিচে একটি শিবলিঙ্গ রয়েছে। সেটিও খনন করে বের করে আনা উচিত।’ এই খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় চঞ্চলা ছড়িয়েছে।
সম্প্রতি উত্তরপ্রদেশজুড়ে প্রত্নতাত্ত্বিকরা সমীক্ষা চালাচ্ছেন। গত সপ্তাহে দু'টি বুলডোজার চালিয়ে সম্ভলের লক্ষণগঞ্জ এলাকা থেকে একটি ২৫০ ফুট গভীর ইদারার খোঁজ পায় প্রত্নতাত্ত্বিকরা। ১৮৫৭ সালে ইদারাটি তৈরি হয়েছিল বলে মনে করা হচ্ছে।
তার আগে ওই এলাকাতেই বাঁকে বিহারী মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল। আর সেই ধ্বংসাবশেষ পাওয়ার পর ওই এলাকায় আরও খনন চলে এবং ইদারাটি পাওয়া যায়।
গত মাসে সম্ভলে শাহি জামা মসজিদে সমীক্ষা নিয়ে ঝামেলা হয়। মৃত্যু হয়েছিল চারজনের। নাম জড়িয়েছিল সমাজবাদী পার্টি নেতার। রাজ্যজুড়ে এভাবে সমীক্ষা চলার বিষয়টি ভালভাবে নিচ্ছে না সমাজবাদী পার্টি বলে মনে করছে ওয়াকিবহল মহল।
আর তাই বারবার এই প্রসঙ্গে বিজেপি সরকারকে আক্রমণ করছেন অখিলেশ যাদব থেকে তাঁর দলের অন্যান্য নেতারা। কিছুদিন আগেই অখিলেশ বলেছিলেন, 'যেখানে সেখানে খনন করলেই কোনওরকম সমাধান পাওয়া যাবে না।' তাঁর অভিযোগ, রাজ্যে চলা বেকারত্ব-সহ একাধিক বিষয় থেকে চোখ সরানোর জন্যই এমন কাজ করছে বিজেপি সরকার।
যদিও বিজেপি তরফে রবিবারের মন্তব্যের পর কোন রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।