শেষ আপডেট: 26th August 2024 21:29
দ্য ওয়াল ব্যুরো: মারাঠা সম্রাট ছত্রপতি শিবাজি মহারাজের ৩৫ ফুটের একটি মূর্তি ২০২৩ সালের ডিসেম্বর মাসে উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মূর্তিই ভেঙে পড়েছে। মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলায় ছিল এই মূর্তি। রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের দাবি, ঝড়ের কারণে এই বিপত্তি ঘটেছে।
বিগত কয়েক সপ্তাহ ধরে মহারাষ্ট্রে লাগাতার বৃষ্টি হচ্ছে। পরিস্থিতি এমন যে বন্যা হওয়ার আশঙ্কা করা হয়েছে। একাধিক এলাকা জলমগ্ন, বহু মানুষ ঘরছাড়া। আর এই মূর্তি যেখানে ছিল সেই সিন্ধুদুর্গের রাজকোট ফোর্ট অঞ্চলে টানা বৃষ্টি চলছে গত কয়েকদিন ধরে। তার সঙ্গে রয়েছে ঝড়। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের কথায়, ''শিবাজি মহারাজকে আমরা পুজো করি। তাঁকে ভগবান মানি। এই ঘটনা সত্যিই দুঃখজনক। কিন্তু আবহাওয়ার যা পরিস্থিতি তাতে এমন ঘটনা ঘটে গেছে। আমাদের মন্ত্রী সেখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখছেন।''
গত বছর ৪ ডিসেম্বর নৌসেনা দিবসে প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন হওয়া এই মূর্তি এত সহজে কী ভাবে ভেঙে পড়ল তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছে বিরোধী রাজনৈতিক শিবির। তাঁদের সাফ কথা, মহারাষ্ট্র সরকার যে কতটা খারাপ কাজ করেছে, এটা তারই উদাহরণ। শিবসেনা (উদ্ধব ঠাকরে)-র তরফে বলা হয়েছে, অবশ্যভাবে রাজ্য সরকার এই গাফিলতির দায়িত্ব ঝেড়ে ফেলার চেষ্টা করবে। কিন্তু কী কাজ হয়েছে তা খতিয়ে দেখার দরকার রয়েছে।
এনসিপির তরফে বলা হয়েছে, শিন্ডে সরকার কোনও সরকারি কাজে মন দেয়নি। তাঁরা খারাপ উপকরণ দিয়ে এই মূর্তি বানিয়েছিল তাই এত তাড়াতাড়ি তা ভেঙে পড়েছে। এমন অনেক কিছু রয়েছে যার পরিচর্যা তারা করে না। নিজেদের সুবিধা রয়েছে এমন সংস্থাকেই তারা টেন্ডার দেয়। কারণ তারা তাদের থেকে কমিশন পায়।