শেষ আপডেট: 8th March 2025 11:33
দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেস (Congress) নেতা নয়, এবার সরাসরি 'ইউটিউবার' (Youtuber) বলে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) কটাক্ষ করলেন শিবসেনা (Shiv Sena) নেতা সঞ্জয় নিরুপম। বৃহস্পতিবারই মুম্বাইয়ের (Mumbai) ধারাভিতে (Dharavi) চামড়ার শিল্প কেন্দ্র পরিদর্শন করেন রাহুল। কথা বলতে দেখা যায় সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে। সেই সাক্ষাতের একদিন কাটতে না কাটতেই সনিয়া তনয়কে কটাক্ষ শিবসেনা নেতার।
সঞ্জয় নিরুপম পরিষ্কার জানান, মুম্বাইয়ে কংগ্রেস নেতা হিসেবে নয়, ধারাভিতে একটি ভিডিও তৈরি করতে একজন ইউটিউবার হিসেবে এসেছিলেন রাহুল গান্ধী।
বৃহস্পতিবারই লোকসভার বিরোধী দলনেতা ধারাভিতে চামার স্টুডিওতে যান এবং ডিজাইনার সুধীর রাজভর এবং তাঁর কারিগর দলের সঙ্গে দেখা করেন। এরপরই শিবসেনা নেতার কটাক্ষ, কংগ্রেসের মুম্বাই ইউনিট ভোট এবং টাকা দু'দিক থেকেই একেবারে "দেউলিয়া" হয়ে গেছে। কিন্তু রাহুল গান্ধী এখনও সেই ক্ষতে প্রলেপ লাগাতে পারেননি। তার মধ্যে নেতা হিসাবে নয়, একজন ইউটিউবার হিসাবে সেখানে পরিদর্শন করেন বলে অভিযোগ সঞ্জয় নিরুপমের।
শিবসেনা নেতার আরও অভিযোগ, মুম্বাই কংগ্রেসের অবস্থা যখন আরও খারাপ হচ্ছে; তখন তাঁদের নেতারা ভিডিও তৈরি করতে ব্যস্ত। মুম্বাইয়ে দলটি কেবল ভোটের দিক থেকে নয়, অর্থের দিক থেকেও দেউলিয়া হয়ে পড়েছে। মুম্বাই কংগ্রেস অফিস বহু মাস ধরে ভাড়া দেয়নি, ৫ লক্ষ টাকা বিদ্যুৎ বিলও বকেয়া আছে। রাহুল গান্ধী চাইলেই তিনি এখানকার নেতাদের সঙ্গে দেখা করতে পারতেন কিন্তু তিনি তা করেননি।
তিনি রাহুলকে খোঁচা দিয়ে বলেন, আমি যখন ৪ বছর রাজ্য কংগ্রেস দলের প্রধান ছিলাম, তখন আমিও এমন কিছু হতে দিইনি।
তবে চামার স্টুডিওতে পরিদর্শনের পর নিজের এক্স হ্যান্ডেলে সুধীর রাজভরের প্রশংসা করেছেন তিনি। লেখেন, ভারতের লক্ষ লক্ষ দলিত যুবকের জীবনযাত্রা তুলে ধরেছেন। তিনি আরও বলেন, সম্প্রদায়ের অনেকের মতো নয়, তিনি নিজের নেটওয়ার্ক তৈরি করার সুযোগ পেয়েছিলেন। তিনি ধারাভির কারিগরদের দক্ষতা বুঝতে পেরেছিলেন এবং এমন একটি ব্র্যান্ড তৈরি করেছিলেন যা বিশ্ববিখ্যাত।