শেষ আপডেট: 30th September 2024 16:24
দ্য ওয়াল ব্যুরো: দু মাসের মাথায় মহারাষ্ট্র বিধানসভার নির্বাচন। তার আগে গো রাজনীতি নিয়ে বড় চাল দিলেন মহারাষ্ট্রের মুখ্যমত্রী একনাথ শিন্ডে। সোমবার শিবসেনা সুপ্রিমো ঘোষণা করেছেন তাঁর সরকার গরুকে রাজ্য মাতা হিসাবে সরকারিভাবে স্বীকৃতি দেবে। কিছুদিনের মধ্যে এই ব্যাপারে সরকারি নির্দেশিকা প্রকাশিত হবে।
হিন্দুত্ববাদীরা গরুকে ভগবান মানে। বিজেপি শাসিত সব রাজ্যেই গো হত্যা নিষিদ্ধ। তবে কোনও রাজ্যেই সরকারভাবে গরুকে রাজ্য মাতার স্বীকৃতি দেওয়া হয়নি।
শিব ভক্তের দল শিবসেনা কোনও দিন সক্রিয়ভাবে গো রাজনীতি করেনি। মহারাষ্ট্রে আর এক উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির সঙ্গে শিবসেনার এখানেই ফারাক।
নভেম্বরে মহারাষ্ট্র বিধানসভার ভোট। তার আগে শিন্ডে বড় চাল দিলেন। ওয়াকিবহাল মহলের খবর সিদ্ধান্তের কৃতিত্ব যাতে একা শিবসেনা পায় সে জন্য সরকারের দুই শরিক বিজেপি ও অজিত পাওয়ারের এনসিপিকে এড়িয়ে সিদ্ধান্ত নিয়েছেন শিন্ডে।