প্রতীকী ছবি
শেষ আপডেট: 2 December 2024 11:08
দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের শ্রীনগরের মন ভোলানো সৌন্দর্য্য দেখতে দেখতে ডাল লেকের শিকারায় প্রেমিকা বা স্ত্রীকে নিয়ে 'ইয়ে চাঁদসা রোশন চ্যাহরা...' গান গাওয়ার শখ অনেকের। তবে বহু সময়ে টাকার জন্য হোক কিংবা বুকিং না পাওয়ার জন্য সেই শখপূরণ হয় না। কারণ ডাল লেকে গিয়ে শিকারা বুক করার সময়ে জানা যায় তা আগামী বেশ কয়েকঘণ্টা ফাঁকা নেই। অপেক্ষা না করে শিকারাভ্রমণ বাকি রেখেই চলে যান অনেকে। তবে এখন আর তা করতে হবে না।
অনলাইন অ্যাপের মাধ্যমে এখন যেমন গাড়ি বুক করা সহজ, ঠিক তেমনই এবার থেকে ডাল লেকের শিকারা বুক করা যাবে! ভারতে প্রথমবার এমন অ্যাপ-নির্ভর জলপথ পরিষেবা চালু হল। আমজনতাকে এই সুযোগ করে দিচ্ছে উবের। এখনও পর্যন্ত শিকারায় উঠতে গেলে দরদাম করতে হয় পর্যটকদের। কিন্তু অ্যাপ চলে আসায় সেটাও আর করতে হবে না। নিজের পছন্দ অনুযায়ী সময়ে আগে থেকে শিকারা ভাড়া করে রাখা যাবে। অন্তত ১৫ দিন আগেই তা বুক করতে পারবেন পর্যটকরা।
শিকারাকে অ্যাপ পরিষেবায় যুক্ত করার ফলে উপত্যকার সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটক সকলেরই সুবিধা হবে বলে মনে করছে অ্যাপ-পরিবহণ সংস্থা। জম্মু-কাশ্মীরের আর্থিক উন্নতি হবে বলেও আশাবাদী তাঁরা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত অ্যাপের মাধ্যমে বুকিংয়ের সুবিধা ডাল লেকের ১৬ নম্বর ঘাটে পাওয়া যাবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। যে কেউ চাইলে যাত্রার ১২ ঘণ্টা আগে থেকে ১৫ দিন আগে পর্যন্ত বুক করতে পারেন শিকারা।
এই মুহূর্তে মাত্র ৭টি শিকারা নিয়ে এই অ্যাপ পরিষেবা চালু হয়েছে কাশ্মীরে। আগামী দিনে সাফল্য অনুযায়ী সেই সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন উবের। তবে এই অ্যাপ পরিষেবা চালুর পর শিকারাচালকদের ক্ষতি হবে এমন আশঙ্কা করছিলেন অনেকে। কারণ শিকারা ভাড়ার যে টাকা সেটা পাওয়া থেকে তাঁকা বঞ্চিত হতে পারেন বা তাঁদের থেকে টাকা কেটে নেওয়া হতে পারে বলে মনে করেছেন অনেকে। যদিও উবের জানিয়েছে, এমন কিছুই হবে না। ভাড়ার পুরো টাকাই শিকারা চালকরা পাবেন।
বিদেশের একাধিক জায়গায় অ্যাপ-নির্ভর জলপথ পরিষেবা চালু রয়েছে। যেমন ইতালির ভেনিস, স্পেনের ইবিজা। কিন্তু ভারতে এতদিন এমন কোনও পরিষেবা ছিল না। তবে উবের ডাল লেকে যে পরিষেবা চালু করছে তা শুধু ভারত নয়, এশিয়ার মধ্যেও প্রথম বলে দাবি করা হচ্ছে। যাই হোক, আগামী দিনে কাশ্মীর ভ্রমণ বা বিশেষ করে শ্রীনগর ভ্রমণ যে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে তা বলাই বাহুল্য।