শেষ আপডেট: 8th January 2025 12:46
দ্য ওয়াল ব্যুরো: দিল্লি বিধানসভা ভোটকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই সরগরম হয়ে উঠল রাজধানী। দিল্লির মুখ্যমন্ত্রীর সরকারি বাংলোয় আম আদমি পার্টির রাজ্যসভার এমপি সঞ্জয় সিং ও মন্ত্রী সৌরভ ভরদ্বাজকে পুলিশ ঢুকতে বাধা দেওয়ার চরম উত্তেজনার সৃষ্টি হয়। তাঁরা এদিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির প্রচার করা প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের শীশমহল বিতর্কের অপপ্রচার বন্ধ করতে মিডিয়ার লোকজন নিয়ে ঢোকার চেষ্টা করছিলেন। তখন পুলিশ তাঁদের সেই সরকারি বাসভবনে ঢুকতে বাধা দিলে তাঁরা গেটের মুখেই ধরনায় বসে পড়েন।
সেখানে সাংবাদিকদের সঞ্জয় সিং ও সৌরভ ভরদ্বাজ বলেন, তাঁরা রিপোর্টারদের প্রধানমন্ত্রীর বাসভবনও দেখাতে নিয়ে যেতে চান। আপের দাবি, মোদীর বাসভবন যাকে তাঁরা রাজমহল বলে নাম দিয়েছেন, তা তৈরিতে খরচ হয়েছে ২,৭০০ কোটি টাকা। ভরদ্বাজ বলেন, বিজেপি বলে বেড়াচ্ছে ৬ ফ্ল্যাগস্টাফ রোডের মুখ্যমন্ত্রীর বাংলোয় সোনার জল করা কমোড, সুইমিং পুল ও মিনি বার রয়েছে। পরে সেই কমোড খুলে নিয়ে যাওয়ার অভিযোগও তুলেছে গেরুয়া শিবির। আমরা সাংবাদিকদের সেটাই দেখাতে নিয়ে যেতে চেয়েছিলাম। ওরা কত মিথ্যা কথা বলছে তা প্রমাণ হয়ে যেত। কিন্তু পুলিশ আমাদের বলে যে, কাউকে ঢুকতে দেওয়ার অনুমতি নেই। কিন্তু, আমরা তো মন্ত্রী ও এমপি, কোন অধিকারে পুলিশ বাধা দিতে পারে, প্রশ্ন তুলেছেন আপ নেতারা।
সৌরভ আরও বলেন, প্রতিদিন বিজেপি নতুন নতুন ভিডিও ও ছবির পোস্টার সাঁটাচ্ছে দিল্লি জুড়ে। আজ আমরা যখন ওদের অপপ্রচার তুলে ধরতে এসেছি, তখন ওরা পালিয়ে বেড়াচ্ছে। আমাদের ঢুকতে বাধা দিতে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে ঘিরে রাখা হয়েছে এই বাড়ি। ওরা জলকামান এনেছে। ওরা সীমান্তের মতো ঘেরাটোপ তৈরি করেছে যাতে মিডিয়া ঢুকতে না পারে। বিজেপি আমাদের দেখাক, কোথায় রয়েছে সুইমিং পুল, আর কোথায় রয়েছে মিনি বার!
क्या आपने अरविंद केजरीवाल जी के भ्रष्टाचार का शीशमहल देखा है?
— BJP Delhi (@BJP4Delhi) January 8, 2025
अगर नहीं देखा है तो आइये आज आपको दिखाते है शीशमहल के अंदर के दुर्लभ दृश्य ????????
????और कुछ सवाल भी हैं केजरीवाल जी से :
झूठ और झांसा देकर सत्ता हासिल करने वाले केजरीवाल ने राजनीति में आने पर कहा था कि बंगला नहीं… pic.twitter.com/q0FXXwyvvf
এদিকে, এদিনই বিজেপিও আম আদমি পার্টি ও অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ফের এক্স-যুদ্ধে নেমেছে। মুখ্যমন্ত্রী থাকাকালীন কেজরিওয়ালের সরকারি বাসভবনের খোলনলচে বদলে দেওয়া নিয়ে একটি ভিডিওয় বাড়ির অভ্যন্তরীণ সজ্জার বিবরণ দিয়েছে। বিজেপির অভিযোগ, জেনে নিন কেজরিওয়ালের ভ্রষ্টাচারের বিবরণ ও আপের মিথ্যা প্রচারের বেসাতির কথা। কেজরিওয়ালের কাছে বিজেপি প্রশ্ন তুলেছে, মুখ্যমন্ত্রী হওয়ার পরেও আতিশী কেন তিনমাসের মধ্যে এই বাংলোয় উঠে আসেননি। দুর্নীতির আড্ডা এই শীশমহলের তদন্ত করছে ইডি ও সিবিআই। আসলে আতিশী জেনেবুঝেই এই বাংলোয় উঠে আসেননি। যাতে এই বাংলো বন্ধ পড়ে থাকে ও তদন্ত বাধাপ্রাপ্ত হয়।