শত্রুঘ্ন সিনহা।
শেষ আপডেট: 5th February 2025 12:35
দ্য ওয়াল ব্যুরো: উত্তরাখণ্ডের ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধির বাস্তবায়নকে সাধুবাদ জানিয়েছেন প্রবীণ অভিনেতা ও তৃণমূল কংগ্রেস সাংসদ শত্রুঘ্ন সিনহা। তবে তিনি এটুকুতেই সন্তুষ্ট নন, একই সঙ্গে সারা দেশে এই আইন কার্যকর করার কথাও বলেছেন। গো-মাংস নিষিদ্ধ হওয়ার প্রসঙ্গ টেনে তিনি পুরো দেশেই আমিষ খাবারের ওপর নিষেধাজ্ঞার পক্ষে সওয়াল করেছেন। যদিও বাস্তবে এটি কতটা সম্ভব, সে নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি।
বুধবার সংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শত্রুঘ্ন সিনহা বলেন, ‘দেশের বিভিন্ন অংশে ইতিমধ্যেই গো-মাংস নিষিদ্ধ করা হয়েছে। তবে শুধু গরুর মাংস নয়, আমি মনে করি গোটা দেশেই আমিষ খাবার নিষিদ্ধ করা উচিত।’
তবে তিনি স্বীকার করেন, দেশের কিছু অঞ্চলে এটি বাস্তবায়ন করা কঠিন হতে পারে। উত্তর-পূর্ব ভারতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ওখানে গো-মাংস রীতিমতো সুস্বাদু খাবার, কিন্তু উত্তর ভারতে খেলেই তা মতৃহত্যার সমান!’ তাঁর বক্তব্য, এভাবে আংশিক নিষেধাজ্ঞা কার্যকর থাকলে তাতে সমস্যার সমাধান হবে না। তাই আমিষ খাবারে নিষেধাজ্ঞা যদি আরোপ করতেই হয়, তাহলে তা গোটা দেশেই সমানভাবে কার্যকর করা উচিত।
উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধিকে তিনি ইতিবাচক হিসেবে দেখলেও, এর বিভিন্ন দিক নিয়ে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন সিনহা। বিজেপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে প্রচারিত এই আইন বিয়ে, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তকগ্রহণের মতো বিষয়গুলোর জন্য সব ধর্মের মানুষের ক্ষেত্রে অভিন্ন বিধান রাখে।
শত্রুঘ্ন সিনহার মতে, ‘এই বিধি কার্যকর করার আগে সর্বদলীয় বৈঠক ডাকা উচিত। সবার মতামত জানা জরুরি। একে শুধুমাত্র ভোট ব্যাঙ্কের রাজনীতির কৌশল হিসেবে দেখা যাবে না। যথেষ্ট সতর্কতা ও সংবেদনশীলতার সঙ্গে এর বাস্তবায়ন হওয়া দরকার।’
গত ২৭ জানুয়ারি, স্বাধীনতার পর এই প্রথম ভারতের কোনও রাজ্য হিসেবে উত্তরাখণ্ড সরকার আনুষ্ঠানিকভাবে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করেছে। এই নতুন বিধিতে বিয়ে ও 'লিভ-ইন' সম্পর্ক বাধ্যতামূলকভাবে নথিভুক্ত করার নিয়ম চালু করা হয়েছে। এর মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে, ছেলে ও মেয়েদের জন্য সমান সম্পত্তির অধিকার, বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে সমান সুযোগ, 'লিভ-ইন' সম্পর্ক থেকে জন্ম নেওয়া সন্তানের স্বীকৃতি।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নেতৃত্বাধীন বিজেপি সরকার এই বিধি কার্যকরের জন্য একটি অনলাইন পোর্টালও চালু করেছে, যেখানে বিয়ে, বিবাহবিচ্ছেদ ও উত্তরাধিকার সংক্রান্ত নথিভুক্তি করা যাবে।
অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে দেশে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। সমর্থকরা বলছেন, এটি সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার নিশ্চিত করবে। কিন্তু বিরোধীদের দাবি, এই আইন কিছু নির্দিষ্ট সম্প্রদায়ের উপর বেশি প্রভাব ফেলবে।
এই আলোচনার মধ্যে শত্রুঘ্ন সিনহার সাম্প্রতিক মন্তব্য বিতর্ক উস্কে দিয়েছে। সারা দেশে আমিষ খাবার নিষিদ্ধ করার প্রস্তাব মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।