শেষ আপডেট: 26th September 2024 17:49
দ্য ওয়াল ব্যুরো: জুলাই মাসে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় পুণের আন্তর্জাতিক পরামর্শদাতা সংস্থা আর্নস্ট অ্যান্ড ইয়ং (ইওয়াই)-এর কর্মী আনা সেবাস্তিয়ান পেরাইলের। এরপর তাঁর মা সংস্থাকে একটি চিঠি লেখেন। যেখানে মৃত্যুর কারণ হিসেবে 'কাজের চাপ'-এর অভিযোগ ওঠে। যা সামনে আসার পর হইচই পড়ে যায় দেশে। সেই আনার পরিবারের সঙ্গে বৃহস্পতিবার দেখা করলেন কংগ্রেস নেতা শশী থারুর।
আনার বাবা-মায়ের সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেন সাংসদ। তাঁদের কথা বার্তায় উঠে আসে কাজের জায়গার বিষাক্ত পরিবেশ, ম্যানেজার এবং প্রশিক্ষণ প্রাপ্ত কর্মীদের কথা।
আনার মৃত্যুর জন্য অতিরিক্ত কাজের চাপ ও স্ট্রেসকেই দায়ি করেছেন তিরুবনন্তপুরমের সাংসদ। ম্যানেজারের বিরুদ্ধে কাজের চাপ দেওয়ার অভিযোগও তোলেন তিনি। বলেন, 'যদি কাজ বেশি থাকে এবং একজনের থেকে দিনে ১৬ ঘণ্টার কাজ আদায় করার থাকে তাহলে তাদের অতিরিক্ত কর্মচারী নিয়োগ করা উচিত। যাদের নিয়োগ করা হয়েছে তাদের অত্যাচারের কোনও অধিকার নেই কোনও সংস্থার।'
বাড়িতে গিয়ে দেখা করার আগে শশী থারুর আনার বাবার সঙ্গে কথা বলেছিলেন। সপ্তাহে ৪০ ঘণ্টা কাজের কথা উঠে আসে তখন। এনিয়ে শশী থারুর জানিয়েছিলেন, আনার সপ্তাহে ৪০ ঘণ্টা কাজের পরামর্শ দেন, সেই পরামর্শে সাংসদও সম্মতি জানান। তিনি বলেন, 'আমি সংসদে এই বিষয়টি তুলেছি। আমার মনে হয়, কাজের জায়গায় একটা ক্যালেন্ডার থাকা উচিত। দিনে ৮ ঘণ্টার বেশি কাজ নয়। আর অবশ্যই সপ্তাহে ৫ দিন কাজ সর্বোচ্চ।'
এদিকে বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে লেখেন, 'আনা সেবাস্তিয়ানের পরিবারের সঙ্গে দেখা হল। অমানবিক মানসিক চাপ আর বিষাক্ত কাজের জায়গা, সব মিলিয়ে আনার মৃত্যু হয়েছে। মৃত্যুর নিরিখে ঠিক কী রয়েছে সে নিয়ে তদন্তের কথা হয়েছে। সংস্থার নিচুতলার কর্মীদের জন্য শ্রম আইনে কিছু নতুন নিয়ম আনা ও মিড লেভেলে ম্যানেজারদের নিয়ে কথা হয়। মিড লেভেলে যে সকল ম্যানেজাররা থাকেন, তাঁদের প্রশিক্ষণ প্রয়োজন।'
Paid an emotional visit to the parents of EY India’s Anna Sebastian Perayil, who died of a heart attack at age 26 from overwork and intolerable stress &pressure from her managers. Discussed with her anguished parents the need for an inquiry and accountability, new laws and… pic.twitter.com/2Lebg5NSbc
— Shashi Tharoor (@ShashiTharoor) September 25, 2024