শশী থারুর
শেষ আপডেট: 23 February 2025 16:27
দ্য ওয়াল ব্যুরো: শশী থারুরের (Shashi Tharoor) সঙ্গে সম্প্রতি আবার সংঘাত দেখা দিয়েছে কংগ্রেসের (Congress)। বেশি দিন হয়নি মোদীর প্রশংসা শোনা গিয়েছিল তাঁর মুখে। কেরলে (Kerala) পিনারাই বিজয়ন নেতৃত্বাধীন এলডিএফ সরকারেরও প্রশংসা করেন।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদীর সাক্ষাৎ নিয়ে ইতিবাচক অবস্থান নিতে দেখা যায় কংগ্রেস নেতাকে। আবার পিনারাইয়ের হাতে কেরলের অর্থনীতি এগিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি তুলে ধরেন কংগ্রেসের সংগঠনে খামতির দিকগুলিও।
সেই নিয়ে দলের অন্দরে অসন্তোষের সুর ধরা পড়ে। আর সেই নিয়ে প্রতিক্রিয়া জানাতেই জল্পনা বাড়ালেন তারুর। তাঁর কথায়, "আমি সবসময় দলের সঙ্গে আছি। দল ব্যবহার করতে চাইলে ভাল। না চাইলে, আমার নিজের কাজ আছে। আমার অন্য উপায় নেই ভাবলে ভুল হবে। বই আছে, বক্তৃতা আছে, পৃথিবীর বহু জায়গা থেকে আমন্ত্রণ আছে।"
সেই থারুর আবারও চর্চায়। ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে এবার কংগ্রেস সাংসদ জানালেন, দলের যদি তাঁর কাজকর্ম পছন্দ না হয়, সেক্ষেত্রে তাঁর সামনে অন্য রাস্তা খোলা আছে। এহেন উবাচের পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি দলবদলের ভাবনা চিন্তা করছেন থারুর? করলেও কংগ্রেস ছেড়ে কোন দলে গিয়েই বা উঠবেন?
যদিও দলবদলের জল্পনা খারিজ করে দিয়েছেন থারুর। টমাস গ্রে-কে উদ্ধৃত করে লেখেন, "যেখানে অজ্ঞতাই আনন্দ, সেখানে জ্ঞানী হতে চাওয়া মূর্খামি।"