সন্ত্রাসবাদের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছে ভারত (India)। পাকিস্তান (Pakistan) থেকে কোনও রকম সন্ত্রাসবাদী হামলা হলেই তা যুদ্ধের আহ্বান বলেই গণ্য করা হবে বলে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 18 May 2025 15:31
দ্য ওয়াল ব্যুরো: সন্ত্রাসবাদের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছে ভারত (India)। পাকিস্তান (Pakistan) থেকে কোনও রকম সন্ত্রাসবাদী হামলা হলেই তা যুদ্ধের আহ্বান বলেই গণ্য করা হবে বলে জানানো হয়েছে। এমতাবস্থায় 'অপারেশন সিঁদুর'-(Operation Sindoor) এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা বোঝাতে কেন্দ্রের তরফে ৭ সদস্যের প্রতিনিধি দল পাঠানো হচ্ছে বিভিন্ন দেশে।
এই সাত দলে মোট ৫৯ জন সদস্য বাছাই করা হয়েছে। যাঁদের মধ্যে বেশিরভাগই রাজনীতিবিদ। তা ছাড়াও বেশ কয়েক জন কূটনীতিককেও রেখেছে কেন্দ্র (Central Government)। এঁরা মোট ৩২টি দেশে ঘুরবেন। বোঝাবেন, 'অপারেশন সিঁদুর' কেন দরকার ছিল।
কে কোন দলের সঙ্গে কোন দেশে যাবেন, কেন্দ্রীয় সরকার সদ্য সেই তালিকা প্রকাশ করেছে। ৫৯ জনের এই প্রতিনিধিদলের মধ্যে বাংলার দু'জন সাংসদ রয়েছেন। সাত দলের নেতৃত্বে থাকছেন কংগ্রেসের শশী তারুর, বিজেপির রবিশঙ্কর প্রসাদ, জেডিইউয়ের সঞ্জয়কুমার ঝা, বিজেপির বৈজয়ন্ত পণ্ডা, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির কন্যা ডিএমকে-র কানিমোঝি করুণানিধি, এনসিপির সুপ্রিয়া সুলে এবং মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ছেলে শিবসেনার শ্রীকান্ত শিন্ডে।
২৩ মে থেকে সফর শুরু করবে কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধিদলগুলি। প্রতিনিধিদলে পাঁচ-ছ’জন করে সদস্য থাকছেন। যাঁদের মধ্যে রয়েছেন বাংলার তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান এবং রাজ্যসভার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। পাঠানকে রাখা হয়েছে সঞ্জয়কুমারের সঙ্গে। অন্যদিকে, শমীক রবিশঙ্কর প্রসাদের দলে।
সুপ্রিয়া সুলের নেতৃত্বে প্রতিনিধি দল দক্ষিণ আফ্রিকা ও মিশর যাবে। বৈজয়ন্ত যাবেন পশ্চিম ইউরোপে। একনাথ শিন্ডে যাবেন সংযুক্ত আরব আমিরশাহি ও আফ্রিকায়। শশী তারুরকে পাঠানো হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ আমেরিকা যুক্তরাষ্ট্রে।
জেডিইউ-র সঞ্জয় ঝার নেতৃত্বে প্রতিনিধি দল জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া যাবে। রবিশঙ্কর প্রসাদ যাবেন আরব দুনিয়ায়। ডিএমকে-র কানিমোঝি যাবেন রাশিয়া ও স্পেনে।