শেষ আপডেট: 1st February 2025 12:12
দ্য ওয়াল ব্যুরো: বাজেটের আগেই রকেট গতিতে ছুটল সেনসেক্স। শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে বাজার খুলতেই লক্ষ্মীলাভ। কয়েক সেকেন্ডের মধ্যে প্রায় ৩০০ পয়েন্ট ওপরে উঠে যায় সেনসেক্স। নিফটিও প্রায় ১০০ পয়েন্ট উঠে গিয়েছিল কয়েক সেকেন্ডেই।
তবে ১ মিনিট যেতে না যেতেই ছন্দপতন। ব্যাঙ্ক নিফটি লাল রেখায় নেমে আসে। এদিকে ১০০ পয়েন্টের নীচে নেমে আসে সেনসেক্স।
শেষ পাওয়া খবর, এখনও পর্যন্ত সবচেয়ে উর্ধ্বমুখী শেয়ারগুলি হল - রতন ইন্ডিয়া এন্টারপ্রাইজ (৮.০৫ শতাংশ), প্রেস্টিজ এস্টেটস (৬.৫২ শতাংশ), আইনক্স উইন্ড (৭.৪৯ শতাংশ), জুপিটার ওয়াগনস (৫.৭৩ শতাংশ), ইজি ট্রিপ প্ল্যানার (৫.৫৬ শতাংশ), টিটাগড় রেল সিস্টেম (৪.৭৫ শতাংশ)।
অন্যদিকে, যে শেয়ারগুলির দাম মুখ থুবড়ে পড়েছে, সেগুলি হল - অ্যাস্টার ডিএম হেলথ (৫.৪৭ শতাংশ), ফাইভ স্টার বিজনেস (৫.১১ শতাংশ), এসকর্ট কুবোটা (৩.০৭ শতাংশ), নুভামা ওয়েলথ (২.৬ শতাংশ), মিন্ডা কর্পোরেশন (১.১২ শতাংশ), এরিস লাইফ সায়েন্স (১.৫৩ শতাংশ), ইউনাইটেড ব্রেওয়ারিজ (১.৭ শতাংশ)।
ব্যাঙ্কগুলির মধ্যে এইচডিএফসি ব্যাঙ্কের শেয়ারের দাম ০.২৮ শতাংশ কমেছে, এসবিআই-এর শেয়ারের দাম কমেছে ০.২২ শতাংশ, এক্সিস ব্যাঙ্কের শেয়ারের দাম বেড়েছে ০.২৮ শতাংশ, আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ারে দাম কমেছে ০.২৬ শতাংশ। এদিকে এদিন শুরুতেই এলআইসি-র শেয়ার প্রায় ১ শতাংশ বেড়ে গিয়েছে।
চলতি সপ্তাহে টানা ৪ দিন শেয়ার বাজারের সূচক সর্বোচ্চ স্তরে থেকেছে। তবে মোটের উপর ২০২৪ সালের ডিসেম্বর মাসের তুলনায় ২০২৫ সালের জানুয়ারিতে সেনসেক্সে পতন ঘটেছে। একটা সময় যেখানে সেনসেক্স প্রায় ৮৬ হাজার পয়েন্ট ছুঁয়ে ফেলেছিল, সেখানে আজ বাজেট পেশের পর সেনসেক্স ৮০ হাজারের অনেকটাই নীচে নেমে গিয়েছে।