শেষ আপডেট: 2nd October 2024 20:33
দ্য ওয়াল ব্যুরো: ভাইপোর বিরুদ্ধে মাস্টারস্ট্রোক কাকার। দলের প্রতীক চিহ্ন যাতে কোনওভাবেই অজিত পাওয়ার ব্যবহার করতে না পারেন সেই দাবিতেই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন এনসিপি নেতা শরদ পাওয়ার।
শনিবারই জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দেয় আগামী ২৬ নভেম্বরের মধ্যে মহারাষ্ট্রে ভোটপর্ব মিটিয়ে নিতে হবে। তারপরই সোজা শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন শরদ। তাঁর স্পষ্ট অভিযোগ, এনসিপির সঙ্গে প্রতীক ঘড়ির সম্পর্ক অনেক পুরনো। ২৫ বছর ধরে দলের প্রতীক হিসাবে ঘড়িকেই জেনে এসেছেন মানুষ।
তাই কোনওভাবেই ভাইপো অজিতকে ওই প্রতীক ব্যবহারে যাতে অনুমতি না দেওয়া হয় সেই আবেদনই জানানো হয়েছে। শরদের কথায়, রাতারাতি অজিতকে প্রতীক ব্যবহারে অনুমতি দিলে ভোটাররা বিভ্রান্ত হতে পারেন। যার প্রভাব ভোটে পড়বে।
গত ফেব্রুয়ারিতেই অজিত পাওয়ারের নেতৃত্বাধীন গোষ্ঠীকে ‘আসল এনসিপি’ বলে স্বীকৃতি দিয়েছিল নির্বাচন কমিশন। পাশাপাশি ঘড়ি চিহ্ন ব্যবহারে অজিতের অধিকার আছে বলে জানানো হয়েছিল। অন্যদিকে, শরদ পাওয়ারের নেতৃত্বাধীন গোষ্ঠীকে নতুন নাম ঠিক করতে বলে ঘড়ি চিহ্ন সরিয়ে সাময়িকভাবে নয়া প্রতীক ব্যবহারে নির্দেশ দেয় কমিশন।
কিন্তু কমিশনের দাবি উড়িয়ে শরদের পাল্টা অভিযোগ, ঘড়ি চিহ্নে অধিকার রয়েছে শুধুমাত্র তাঁর গোষ্ঠীর। ভাইপো অজিত পাওয়ারের নয়। ভোটের দিন এগিয়ে আসতেই এক মুহূর্ত দেরি না করে সোজা সুপ্রিম কোর্টের দরজায় শরদ পাওয়ার।