শেষ আপডেট: 17th October 2024 17:30
দ্য ওয়াল ব্যুরো: ভক্ত ও অনুগামীদের কাছেই শুধু নয়, যাঁরা মনে করেন বিশ্বের মধ্যে কিং খানই সবথেকে হ্যান্ডসাম বা দিব্যকান্তি পুরুষ। বৈজ্ঞানিক সমীক্ষাতেও উঠে এল শাহরুখ খান বাদশাহি মুখমণ্ডলের পুরুষ। লন্ডনের কসমেটিক সার্জন ডাঃ জুলিয়ান ডি সিলভা 'ফিজিক্যাল ফেস ম্যাপিং সফটওয়্যার' এবং বহু স্বীকৃতি 'গ্রিক গোল্ডেন রেশিও অফ বিউটি ফি' প্রয়োগ করে এই নিখুঁত মুখ-এর তত্ত্বে পৌঁছেছেন।
এই রেশিও একজন পুরুষের মুখ কতটা নিখুঁত এবং সামঞ্জস্যপূর্ণ ও আনুপাতিক হারে সুন্দর তা পরিমাপ করে। গোল্ডেন রেশিও হল একটি আঙ্কিক ধারণা। গ্রিকদের উদ্ভাবন করা কোয়েস্ট টু কোয়ান্টিফাই বিউটি-র অন্তর্গত। এই রেশিও বিভিন্ন ভাবে প্রয়োগ করা যায়। বহু বিখ্যাত প্রয়োগের মধ্যে একটি হল লিওনার্দো দ্য ভিঞ্চির শিল্পকৃতি। দ্য ভিট্রুভিয়ান ম্যান-এ সেই দিব্যকান্তি পুরুষের সমস্ত নিখুঁত মাপজোক প্রয়োগ করেছিলেন ভিঞ্চি।
এই ধারণার নেপথ্যে রয়েছে মুখাবয়ব বা দেহের প্রতিটি মাংসপেশি কতটা সঠিক মাপের বা ১.৬১৮ (পিএইচআই)-র কাছাকাছি। বা নান্দনিক দিক থেকে তাদের কতটা সুদর্শন মনে হয়। ফেসিয়াল সার্জন ডি সিলভা যে তালিকা প্রকাশ করেছেন তাতে বিশ্বের ১০ জন মোস্ট হ্যান্ডসাম পুরুষের নাম দিয়েছেন। তিনি কম্পিউটারাইজড ফেসিয়াল ম্যাপিং টেকনিক ব্যবহার করে মুখের মাপজোক করেছেন।
যার মধ্যে একজন পুরুষের চোখ, চোখের পলক, চিবুক, ঠোঁট, নাক, চোয়াল এবং মুখের গঠন প্রাচীন গ্রিক বর্ণনার নিখুঁতত্বের কতটা কাছাকাছি পৌঁছয়। ডঃ ডি সিলভা লন্ডনে সেন্টার ফর অ্যাডভান্সড ফেসিয়াল কসমেটিক অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি বলে একটি ক্লিনিক চালান। তিনি বলেন, এই অভিনব কম্পিউটার ম্যাপিং টেকনিক আমাদের মুখের সৌন্দর্যের ধারণার একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরতে সাহায্য করে।
তাঁর তালিকা অনুসারে অভিনেতা অ্যারন টেলর-জনসন হলেন মোস্ট হ্যান্ডসাম ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। এই তালিকায় বলিউডের শাহরুখ খান রয়েছেন দশম স্থানে। আর যাঁরা রয়েছেন এই তালিকায় তাঁরা হলেন জর্জ ক্লুনি, এমিলি ইন প্যারিসের তারকা লুসিয়েন ল্যাভিসকাউন্ট, পল মেসক্যাল এবং রবার্ট প্যাটিনসন। শাহরুখের স্থান পাওয়ার কারণ হল তাঁর ঠোঁট এবং সুন্দর চিবুক। তবে নাকের জন্য তাঁর পয়েন্ট কমে গিয়েছে।