শীর্ষ আদালত এদিন রাজস্থান হাইকোর্টের একটি পর্যবেক্ষণ খারিজ করে দেয়।
শেষ আপডেট: 7th November 2024 14:07
দ্য ওয়াল ব্যুরো: আদালতের বাইরে 'বোঝাপড়া'র মাধ্যমে যৌন হেনস্তার মামলা খারিজ করা যায় না। বৃহস্পতিবার এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। যৌন হেনস্তার মামলায় অনেক ক্ষেত্রে অভিযোগকারী এবং অভিযুক্ত পক্ষ আদালতের বাইরে আর্থিক সমঝোতা করে নেয়। ধর্ষণের মামলাতেও বহু ক্ষেত্রে নিম্ন আদালতের বাইরেই টাকাপয়সা লেনদেনের মাধ্যমে কিংবা বিয়ের শর্তে আপস-ফয়সালা করে নেওয়া হয়। এবং আদালতে গিয়ে অভিযোগ তুলে নেওয়া হয়। এদিন সর্বোচ্চ আদালত সে ব্যাপারেই এই নির্দেশ দেয়।
আদালত সম্পর্কিত সংবাদ মাধ্যম বার অ্যান্ড বেঞ্চ লিখেছে, শীর্ষ আদালত এদিন রাজস্থান হাইকোর্টের একটি পর্যবেক্ষণ খারিজ করে দেয়। যেখানে হাইকোর্ট একটি যৌন হেনস্তার মামলা খারিজ করে দিয়েছিল। কারণ, উচ্চ আদালতে অভিযোগকারী এবং অভিযুক্তরা সমঝোতায় পৌঁছনোয় ওই মামলা বাতিল করে দেওয়া হয়।
সুপ্রিম কোর্টের বিচারপতি সিটি রাজীবকুমার এবং পিভি সঞ্জয় কুমার রায় দিয়ে বলেন, সত্য অস্বীকার করা নির্দেশ বাতিল করে দেওয়া হচ্ছে। আইনানুসারে এফআইআর ও ফৌজদারি কাজ চালানোর নির্দেশ দেয় শীর্ষ আদালত। তবে এই মামলার সত্যাসত্য বিষয়ে কোনও মন্তব্য করা হবে না বলে আদালত জানিয়েছে।
ঘটনার সূত্রপাত রাজস্থানের ১৫ বছরের একটি মেয়ের বাবা যৌন হেনস্তার অভিযোগ করে একটি মামলা দায়ের করেন। তারপরেই অভিযুক্ত এবং নির্যাতিতার পরিবার আদালতের বাইরে একটি সমঝোতা করে। এই সমঝোতার ভিত্তিতে অভিযুক্ত রাজস্থান হাইকোর্টে মামলা খারিজের আবেদন জানায়। সেই আর্জির ভিত্তিতে হাইকোর্ট যৌন হেনস্তার অভিযোগটি খারিজ করে দেয়।
কিন্তু, রামজিলাল বৈরা নামে তৃতীয় এক ব্যক্তি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন। প্রাথমিকভাবে শীর্ষ আদালত জানিয়ে দেয় যে, সরাসরি যুক্ত নয় এমন ব্যক্তির ফৌজদারি আর্জি গৃহীত হতে পারে না। যদিও পরে আদালত মামলাটি গ্রহণ করতে রাজি হয় এবং নির্যাতিতা এবং অভিযুক্তকে এই মামলায় যুক্ত করে। এদিন এই মামলার রায় ঘোষণা করে সর্বোচ্চ আদালত।