দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানিয়েছে, আকস্মিক আবহাওয়ার অবনতির জেরে বিমান ওঠানামায় সমস্যা দেখা দিয়েছে। যাত্রীদের নিজেদের উড়ান সংক্রান্ত সর্বশেষ তথ্য জানার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
দিল্লির ছবি
শেষ আপডেট: 21 May 2025 23:35
দ্য ওয়াল ব্যুরো: দিল্লি ও এনসিআরজুড়ে ভয়ঙ্কর ধুলিঝড়, শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের জেরে বিঘ্নিত হয়েছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের উড়ান পরিষেবা। ইতিমধ্যেই লন্ডন, প্যারিস, ফ্রাঙ্কফুর্ট এবং সিঙ্গাপুর-সহ মোট আটটি আন্তর্জাতিক ফ্লাইট নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। এছাড়াও বাতিল হয়েছে একটি ফ্লাইট।
দিল্লি বিমানবন্দরের শিডিউল বোর্ডের তথ্য অনুযায়ী, যেসব আন্তর্জাতিক উড়ানগুলি দেরিতে চলছে, সেগুলি হল—
একইসঙ্গে, টেলআভিভগামী একটি ফ্লাইট বাতিল হয়েছে।
দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানিয়েছে, আকস্মিক আবহাওয়ার অবনতির জেরে বিমান ওঠানামায় সমস্যা দেখা দিয়েছে। যাত্রীদের নিজেদের উড়ান সংক্রান্ত সর্বশেষ তথ্য জানার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এয়ার ইন্ডিয়া এবং স্পাইসজেট কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের একাধিক উড়ান এই খারাপ আবহাওয়ায় চলছে না। ইন্ডিগো জানিয়েছে, দিল্লি ছাড়াও চণ্ডীগড় ও কলকাতা থেকেও তাদের বহু ফ্লাইট পরিবর্তিত হয়েছে।
আবহাওয়ার আকস্মিক পরিবর্তনে রাজধানীজুড়ে বুধবার শুরু হয় প্রবল ধুলিঝড়, দমকা হাওয়া। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিও হয়। বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত তিন ঘণ্টার মধ্যে দিল্লির সাফদারজঙে ১২.২ মিমি বৃষ্টি হয়েছে। অন্যদিকে ময়ূর বিহারে পড়েছে ১৩ মিমি, এবং পিতমপুরায় হয়েছে ৫ মিমি বৃষ্টি।
ঘণ্টায় ৭৯ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়েছে। যা বিমান চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তীব্র ধুলিঝড় ও বৃষ্টির প্রভাবে রাজধানীর তাপমাত্রা একধাক্কায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস থেকে নেমে দাঁড়িয়েছে ২৩ ডিগ্রিতে।
এই আবহাওয়ার প্রভাবে দিল্লি-শ্রীনগর ইন্ডিগো ফ্লাইট প্রবল টার্বুলেন্সের মুখে পড়ে। শ্রীনগর বিমানবন্দরে অবতরণ করার সময় বিমানের নাকের অংশ ক্ষতিগ্রস্ত হয়। যদিও পাইলটের দক্ষতায় সফলভাবে অবতরণ করে বিমানটি এবং যাত্রী ও ক্রুরা সকলে নিরাপদ রয়েছেন।
দিল্লি তথা উত্তর ভারতে এই ধরণের প্রবল ধুলোঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি যাত্রী নিরাপত্তা ও বিমান পরিবহণের ক্ষেত্রে বড়সড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।