Date : 15th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
SSC: চাকরিহারা যোগ্য শিক্ষকদের অনশনের দ্বিতীয় দিন, স্বাস্থ্য পরীক্ষা করতে এল মেডিকেল টিমঅসুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বেসরকারি হাসপাতালের ক্রিটিকাল কেয়ারে চলছে চিকিৎসাপ্রযোজককে অপহরণ! অভিনেত্রী পূজার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ শ্যামসুন্দরেরসমুদ্রে মৎস্যজীবীদের নিরাপত্তায় বড় পদক্ষেপ রাজ্যের, বসানো হচ্ছে ইসরোর নতুন যন্ত্রনিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা সাহায্য এয়ার ইন্ডিয়ার, ক্ষতিপূরণ পাবেন একমাত্র জীবিত যাত্রীওকাশ্মীরে ধাপে ধাপে খুলছে ১৬টি পর্যটন কেন্দ্র, পহেলগামকাণ্ডের পর সবুজ সংকেত পর্যটকদেরত্বকের নানা সমস্যায় মুশকিল আসান হতে পারে 'কেমিক্যাল পিল', তবে কিছু জিনিস না জানলেই নয়ডিএনএ মিলেছে ৯ জনের, বিমান দুর্ঘটনার পর প্রথম দেহ তুলে দেওয়া হল পরিবারের হাতেবিলাসবহুল এসি গাড়ি ভাড়া করে ছাগল চুরি ! চোরের কীর্তি দেখে অবাক পুলিশ কর্তারাNEET Result : উচ্চ-মাধ্যমিকে প্রথম বর্ধমানের রূপায়ণের নজরকাড়া ফল নিটেও, দেশে কুড়িতম স্থান
Delhi Rain: Flight Service Delays

প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি! দেরিতে ছাড়বে আটটি আন্তর্জাতিক বিমান, বাতিল ১

দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানিয়েছে, আকস্মিক আবহাওয়ার অবনতির জেরে বিমান ওঠানামায় সমস্যা দেখা দিয়েছে। যাত্রীদের নিজেদের উড়ান সংক্রান্ত সর্বশেষ তথ্য জানার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি! দেরিতে ছাড়বে আটটি আন্তর্জাতিক বিমান, বাতিল ১

দিল্লির ছবি

শেষ আপডেট: 21 May 2025 23:35

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি ও এনসিআরজুড়ে ভয়ঙ্কর ধুলিঝড়, শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের জেরে বিঘ্নিত হয়েছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের উড়ান পরিষেবা। ইতিমধ্যেই লন্ডন, প্যারিস, ফ্রাঙ্কফুর্ট এবং সিঙ্গাপুর-সহ মোট আটটি আন্তর্জাতিক ফ্লাইট নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। এছাড়াও বাতিল হয়েছে একটি ফ্লাইট।

দিল্লি বিমানবন্দরের শিডিউল বোর্ডের তথ্য অনুযায়ী, যেসব আন্তর্জাতিক উড়ানগুলি দেরিতে চলছে, সেগুলি হল—

  • টরেন্টো-দিল্লি (AI 188) 
  • সিঙ্গাপুর-মুম্বই (SQ 406)
  • ফুকেত-দিল্লি (AI 377)
  • ফ্রাঙ্কফুর্ট-দিল্লি (LH 760)
  • প্যারিস-দিল্লি (AI 148)
  • লন্ডন-দিল্লি (AI 112)
  • কাঠমান্ডু-দিল্লি (AI 212)
  • ব্যাংকক-দিল্লি (6E 1054)

একইসঙ্গে, টেলআভিভগামী একটি ফ্লাইট বাতিল হয়েছে।

দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানিয়েছে, আকস্মিক আবহাওয়ার অবনতির জেরে বিমান ওঠানামায় সমস্যা দেখা দিয়েছে। যাত্রীদের নিজেদের উড়ান সংক্রান্ত সর্বশেষ তথ্য জানার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এয়ার ইন্ডিয়া এবং স্পাইসজেট কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের একাধিক উড়ান এই খারাপ আবহাওয়ায় চলছে না। ইন্ডিগো জানিয়েছে, দিল্লি ছাড়াও চণ্ডীগড় ও কলকাতা থেকেও তাদের বহু ফ্লাইট পরিবর্তিত হয়েছে।

আবহাওয়ার আকস্মিক পরিবর্তনে রাজধানীজুড়ে বুধবার শুরু হয় প্রবল ধুলিঝড়, দমকা হাওয়া। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিও হয়। বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত তিন ঘণ্টার মধ্যে দিল্লির সাফদারজঙে ১২.২ মিমি বৃষ্টি হয়েছে। অন্যদিকে ময়ূর বিহারে পড়েছে ১৩ মিমি, এবং পিতমপুরায় হয়েছে ৫ মিমি বৃষ্টি।

ঘণ্টায় ৭৯ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়েছে। যা বিমান চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তীব্র ধুলিঝড় ও বৃষ্টির প্রভাবে রাজধানীর তাপমাত্রা একধাক্কায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস থেকে নেমে দাঁড়িয়েছে ২৩ ডিগ্রিতে।

এই আবহাওয়ার প্রভাবে দিল্লি-শ্রীনগর ইন্ডিগো ফ্লাইট প্রবল টার্বুলেন্সের মুখে পড়ে। শ্রীনগর বিমানবন্দরে অবতরণ করার সময় বিমানের নাকের অংশ ক্ষতিগ্রস্ত হয়। যদিও পাইলটের দক্ষতায় সফলভাবে অবতরণ করে বিমানটি এবং যাত্রী ও ক্রুরা সকলে নিরাপদ রয়েছেন।

দিল্লি তথা উত্তর ভারতে এই ধরণের প্রবল ধুলোঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি যাত্রী নিরাপত্তা ও বিমান পরিবহণের ক্ষেত্রে বড়সড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


ভিডিও স্টোরি