শেষ আপডেট: 15th October 2024 14:17
দ্য ওয়াল ব্যুরো: ফের একবার ওষুধের দাম বাড়ছে। বেশকিছু গুরুতর রোগের ওষুধেরই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি। কমপক্ষে ৫০ শতাংশ পর্যন্ত দাম বাড়ানো হচ্ছে ওষুধের। এই খবর সামনে আসার পরই মাথায় হাত মধ্যবিত্তের।
অ্যাজমা, টিবি, গ্লুকোমা সহ মানসিক রোগ এবং থ্যালাসেমিয়ার ওষুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে স্পষ্ট করেছে যে, কেন তাঁরা দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তাঁরা বলছে, এই ওষুধগুলি তৈরিতে যে যে কাঁচামাল লাগে তার দাম বৃদ্ধি হয়েছে।
এছাড়াও কিছু অন্যান্য কারণ রয়েছে। যেমন কারেন্সি এক্সচেঞ্জ রেট বেড়েছে, প্রোডাকশন কস্টও বৃদ্ধি পেয়েছে। তাই ওষুধের দাম বাড়াতে তাঁরা বাধ্য হচ্ছে। কেন্দ্রীয় সরকারের মূল্যনিয়ন্ত্রক এই সংস্থা ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলিকে ৫০ শতাংশ পর্যন্ত দাম বাড়ানোর ছাড় দিয়েছে।
উল্লেখিত ওষুধগুলি ছাড়া অ্যাট্রোপিন ইনজেকশন, বেনজাইন পেনিসিলিন ১০ লাখ আইইউ ইনজেকশন, লিথিয়াম ট্যাবলেট ৩০০ গ্রাম (মেন্টাল হেল্থ), স্ট্রেপটোমাইসিন পাউডার, স্যালবুটামল ট্যাবলেট সহ আরও একাধিক ওষুধের দামে প্রভাব পড়বে এই সিদ্ধান্তের কারণে। এর আগে ২০১৯ এবং ২০২১ সালে এইভাবেই ওষুধের মূল্যবৃদ্ধি করা হয়েছিল।
তবে চলতি বছর মে মাসে নিয়মিত ব্যবহৃত হয় এমন ৪১টি সাধারণ ওষুধের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। ডায়াবেটিস, হার্ট ডিজিজ, লিভার সংক্রান্ত রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের দাম কমে। তার আগে গত এপ্রিল মাস থেকেই প্যারাসিটামল সহ অন্তত ৮০০ ওষুধের দাম বেড়েছিল।