শেষ আপডেট: 9th December 2024 12:06
দ্য ওয়াল ব্যুরো: পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনা! গুজরাতে মৃত্যু হল পাঁচ পড়ুয়া-সহ মোট সাত জনের। জুনাগড়ের ভান্দুরি এলাকার ঘটনা। সোমবার সাতসকালে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে।
জানা গেছে, এদিন সকালে পাঁচ পড়ুয়া একটি গাড়িতে চেপে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। ভান্দুরি এলাকার কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ডিভাইডারে প্রথম ধাক্কা মারে। পরে অপর একটি গাড়িতে সজোরে আঘাত করে উল্টে যায় বলে খবর। ওই গাড়িতে ছিলেন দু’জন।
পুলিশ সূত্রে খবর, দু’টি গাড়িই অত্যন্ত দ্রুত গতিতে আসছিল। কিন্তু পড়ুয়াদের গাড়িটি আচমকাই নিয়ন্ত্রণ হারালে ঘটে যায় বড়সড় অঘটন। ঘটনাস্থলেই দুই গাড়ির মোট সাত জনের মৃত্যু হয় বলে খবর।
এদিন দুর্ঘটনার জেরে গাড়ি দুটিই দুমড়ে মুচড়ে গেছে। পুরো ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এদিন দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি গাড়ি থেকেই সাত জনের মৃতদেহ বের করে।
পুলিশ জানিয়েছে, কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক অনুমান তাড়াতাড়ি যাওয়ার কারণেই নিয়ন্ত্রণ হারায় পড়ুয়াদের গাড়িটি। তারপরই পাশের গাড়িতে সজোরে ধাক্কা মারে। দুই গাড়িতে থাকা মোট সাতজনের মৃত্যু হয়েছে।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরে তা পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে খবর। তবে মৃতদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে মৃতদের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে এমন ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে।