শেষ আপডেট: 13th March 2025 11:23
দ্য ওয়াল ব্যুরো: গ্যাস ট্যাঙ্কারের (Gas Tanker) সঙ্গে পরপর দু'টি চার চাকা (Four Wheeler) গাড়ির ধাক্কা। ফের ভয়াবহ পথ দুর্ঘটনা মধ্যপ্রদেশে (Madhya Pradesh)। দুর্ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পাশাপাশি কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে ঠিক কী কারণে দুর্ঘটনা (Accident) ঘটল তা এখনও স্পষ্ট নয়।
পুলিশ জানিয়েছে, বুধবার রাত ১১টা নাগাদ বদনাওয়ার-উজ্জয়িনী জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। ধার জেলার অন্তর্গত বামনসুতা গ্রামের কাছে একটি ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে দু'টি চার চাকা গাড়িতে পরপর সজোরে ধাক্কা মারে। ঘটনার জেরে একেবারে দুমড়ে মুচড়ে যায় গাড়ি দু'টি। ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয় বলে খবর।
এদিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও তিন জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ধারের পুলিশ সুপার মনোজ কুমার সিং জানিয়েছেন, ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বিপরীত দিকে চলে আসার কারণেই দুর্ঘটনা ঘটেছে।
যদিও মৃতদের নাম ও পরিচয় এখনও জানা না গেলেও পুলিশ জানিয়েছে তাঁরা রাতলাম, মন্দসৌর ও রাজস্থানের যোধপুরের বাসিন্দা ছিলেন। তবে দুর্ঘটনার পর থেকেই পলাতক ঘাতক ট্যাঙ্কারের চালক। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
এদিন দুর্ঘটনার পর তড়িঘড়ি স্থানীয়রাই উদ্ধারকাজ শুরু করেন এবং পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের হাসপাতালে এবং বাকি চারজনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়কে বেপরোয়া যান চলাচল বাড়ার কারণেই এমন কাণ্ড।