শেষ আপডেট: 12th December 2024 19:47
দ্য ওয়াল ব্যুরো: ছত্তীসগড়ের নারায়ণপুরে খতম সাত মাওবাদী। বৃহস্পতিবার পুলিশ ও সিআরপিএফের যৌথ বাহিনী অভিযানে নামে। আবুজমাদ জঙ্গলে মাওবাদীদের কার্যকলাপের কথা জানতে পেরেই গোপন অভিযান চালানো হয়। যার ফল মিলল হাতেনাতে।
এদিন আবুজমাদ জঙ্গলে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড, স্পেশাল টাস্ক ফোর্স এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স-সহ নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে কমপক্ষে সাত সন্দেহভাজন মাওবাদীকে খতম করা হয় বলে খবর। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হয়েছে।
বস্তার পুলিশের তরফে বিবৃতি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে, 'বৃহস্পতিবার ভোর তিনটে থেকে নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে গুলি লড়াই চলে। অভিযানে সাত মাওবাদীর মৃতদেহ উদ্ধার হয়েছে। এখনও চলছে গুলির লড়াই।’
বাহিনীর অভিযানের প্রশংসা করে ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও জানান, ‘রাজ্যে অ্যান্টি নকশাল অপারেশন চলছে। ৭ জন নকশালকে নিকেশ করেছে বাহিনী। আমি তাঁদের সাহসিকতাকে স্যালুট জানাই।’
বুধবারই ছত্তীসগড়ের বিজাপুর জেলায় এক বিজেপি নেতাকে পুলিশের চর ঘোষণা করে মাওবাদীরা খুন করে বলে অভিযোগ। বিজাপুর পুলিশ জানিয়েছে, ৩৫ বছর বয়সি কুড়িয়াম মাড়োকে তাঁর বাড়ি থেকে হিড়হিড় করে টেনে বের করা হয়। তারপর গলায় ফাঁস দিয়ে সকলের সামনে শ্বাসরোধ করে খুন করে মাওবাদীরা।বিজেপির কৃষক সংগঠন ভারতীয় জনতা কিষাণ মোর্চার জেলা সহ সভাপতি ছিলেন তিনি।
অন্যদিকে বুধবারই দু’জন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড আইইডি বিস্ফোরণে আহত হয়েছিলেন। ছত্তিশগড়ের বীজাপুরে অপর এক মাওবাদী গুলির লড়াইতে মারা গিয়েছিল। তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই মাওবাদী দমনে বড় সাফল্য পেল যৌথ বাহিনী।