শেষ আপডেট: 6th November 2024 15:28
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকায় পালাবদলের সঙ্গে সঙ্গে দেশের শেয়ার বাজারেও বিরাট উত্থান। একটু একটু করে রিপাবলিকান প্রার্থী যতই জয়ের দিকে এগচ্ছেন, ততই সরাসরি প্রভাব পড়ছে ভারতের শেয়ার বাজারেও। এককথায় কমলার রং ফিকে হতে শুরু করতেই শেয়ার বাজারে 'ট্রাম্প' কার্ড ফেললেন ডোনাল্ড। বুধবার সেনসেক্স এবং নিফটি ৫০ এক শতাংশ করে বৃদ্ধি পেয়েছে।
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেতার হাতছানি দিতেই বাজার চড়তে শুরু করে। সেনসেক্স ৮০ হাজার এবং নিফটি ৫০ প্রায় সাড়ে ২৪ হাজার পয়েন্টের কাছাকাছি পৌঁছে যায়। বিএসই তালিকাভুক্ত কোম্পানিগুলির বাজারের সর্বমোট ক্যাপিটালাইজেশন পৌঁছয় ৪৫২ লক্ষ কোটিতে। যা দিনের শুরুতে ছিল ৪৪৫ লক্ষ কোটি। ফলে শেয়ারে বিনিয়োগকারীরা একটি বেলাতেই প্রায় একলাফে ৭ লক্ষ কোটি টাকার লাভবান হন।
নিফটি আইটি সূচক ৪ শতাংশ, নিফটি রিয়েলটি ৩ শতাংশ লাফিয়ে বাড়ে। তেল ও গ্যাস, ভোগ্যপণ্য কোম্পানিগুলি ২ শতাংশ এবং গাড়ি, প্রচারমাধ্যম, ফার্মা এবং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শেয়ার এক শতাংশের উপরে বৃদ্ধি পায়।
বাজার বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের জয় দেশীয় বাণিজ্যে সরাসরি প্রভাব ফেলবে। কারণ রিপাবলিকান নেতৃত্বাধীন সরকার ভারতীয় আমদানি-রফতানি বাণিজ্যে সুদিন নিয়ে আসতে পারে। যার মধ্যে অন্যতম হল, রফতানি দ্রব্যের নতুন দ্রব্যমূল্য তালিকা প্রস্তুত হতে পারে। তাঁদের মতে, ট্রাম্পের জয় সুনিশ্চিত হলে তা মার্কিন কর্পোরেট ট্যাক্স কমাতে পারে। যার ফলে দেশীয় কোম্পানিগুলি ইক্যুইটি সেক্টরে খরচের পরিমাণ বৃদ্ধি পাবে।