শেষ আপডেট: 15th May 2024 13:53
দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের ঝুনঝুনুতে তামার খনিতে লিফট ছিঁড়ে প্রায় ২ হাজার ফুট গভীর খাদে পড়ে মৃত্যু হল উপেন্দ্র পান্ডের। তিনি চিফ ভিজিল্যান্স অফিসার হিসেবে খনি পরিদর্শনে গিয়েছিলেন। তবে আটকে থাকা বাকি ১৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। মঙ্গলবার গভীর রাতে হিন্দুস্তান কপার লিমিটেডের কয়েকজন আধিকারিক খনি পরিদর্শনে নামার সময় হঠাৎই লিফটের বেল্ট ছিঁড়ে যায়। খনির নীচে আটকে পড়াদের মধ্যে কয়েকজন কলকাতার বাসিন্দাও ছিলেন।
সূত্রে জানা গিয়েছে, হিন্দুস্তার কপারের কলকাতা অফিস থেকে কয়েকজন খনি আধিকারিক পরিদর্শনে গিয়েছিলেন। তাঁরা যখন ভিতরে নামছিলেন তখন ৫৭৭ মিটার নীচে লিফট ভেঙে পড়ে। লিফটে মোট ১৫ ছিলেন। রাজস্থানের ঝুনঝুনু জেলার কোলিহান তামার খনি হল দেশের সব থেকে বড় তামার খনি। দেশের ৫০ শতাংশ আকরিক তামা এখান থেকেই উৎপন্ন হয়।
উদ্ধারকারীরা সঙ্গে সঙ্গে কাজে নেমে পড়ে প্রথমে ৩ জনকে বের করে আনতে সক্ষম হন। পরে আরও পাঁচজনকে বের করা সম্ভব হলেও ৬ জন বুধবার বেলা পর্যন্ত ভিতরে আটকে ছিলেন। দুর্ঘটনাস্থলে ডাক্তার ও অ্যাম্বুল্যান্স তৈরি আছে। মুখ্যমন্ত্রী খোদ তদারকি করছেন উদ্ধারকার্যে।
যে তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, তাঁদের জয়পুরের এসএমএস হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যেকেই হাড় ভাঙা ও বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে। দ্বিতীয় দফায় আরও পাঁচজনকে বের করতে সক্ষম হন উদ্ধারকারীরা।
খনি থেকে বেরনোর পথ দিয়ে রাতেই ৮ সদস্যের ডাক্তার এবং নার্সের একটি দল খাদে নামে। যাঁরা আটকে ছিলেন তাঁরা হলেন, চিফ ভিজিল্যান্স অফিসার উপেন্দ্র পান্ডে, ক্ষেত্রী কপার কমপ্লেক্সের ইউনিট প্রধান জিডি গুপ্তা এবং কোলিহান খনির ডেপুটি জেনারেল ম্যানেজার একে শর্মা। ছবি তোলার জন্য এক সাংবাদিক পরিদর্শন দলে ছিলেন। তিনিও আটকে ছিলেন প্রায় ১৩ ঘণ্টা।
রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা কাল রাতেই বলেছেন, দ্রুতগতিতে উদ্ধারকার্য চলছে। ক্ষেত্রীর হিন্দুস্তান কপার লিমিটেডের কোলিহান খনিতে দড়ি ছিঁড়ে লিফট পড়ে গিয়ে ভেঙে যাওয়ায় দুর্ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। পদস্থ অফিসারদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। যাঁরা আটকে রয়েছেন, তাঁদের পাশে রয়েছে রাজ্য সরকার। কাল রাতেই খনিতে আটক ব্যক্তিদের জন্য খাবারের প্যাকেট ও ওষুধ পাঠানো হয়েছিল। কংগ্রেস নেতা শচীন পাইলট এ বিষয়ে প্রধানমন্ত্রীর দফতরের হস্তক্ষেপ প্রার্থনা করেন।