শেষ আপডেট: 22nd July 2024 13:44
দ্য ওয়াল ব্যুরো: হঠাৎ আসতে শুরু করল পরপর ফোন। বলা হল, টেলিকম বিভাগ এবং মুম্বই ক্রাইম বাঞ্চ থেকে কল করা হয়েছে। কথায় কথায় ভয় দেখিয়ে চেয়ে নেওয়া হল ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য। ব্যস, তাতেই সব শেষ। ১.২ কোটি টাকা খোয়ালেন বেঙ্গালুরুর ৭৭ বছর বয়সী মহিলা।
পুলিশ সূত্রে খবর, গত ২৬ জুন প্রথমবার ফোন এসেছিল লক্ষ্মী শিবকুমার নামের এক মহিলার কাছে। ফোন করে তাঁকে বলা হয়, টেলিকম বিভাগ থেকে ফোন করা হয়েছে। মহিলার বিরুদ্ধে অভিযোগ তোলা হয় যে, তাঁর নামে একটি সিম কার্ড তোলা হয়েছে এবং সেটি আর্থিক প্রতারণার জন্য ব্যবহার করা হয়েছে। স্বাভাবিকভাবেই ভয় পেয়ে যান ওই মহিলা। তবে বিষয়টি আরও জটিল হয় এর পরেই।
টেলিকম বিভাগের নামে যারা ফোন করেছিল তারা জানায়, আর্থিক দুর্নীতির অভিযোগ করা হয়েছে লক্ষ্মীর নামে এবং এই বিষয়ে তাঁকে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ থেকেও ফোন করা হবে। এর কিছু ঘণ্টা পরই আরও একটি ফোন আসে কথামতো। সেই ফোনে জানানো হয়, লক্ষ্মীর বিরুদ্ধে ৬০ কোটি টাকা প্রতারণা করার অভিযোগ উঠেছে এবং তাঁর নামে এফআইআর দায়ের করা হয়েছে।
গোটা ঘটনার তদন্তের জন্য লক্ষ্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস চান প্রতারকরা। সেই তথ্য তাদের দেওয়ার পরই লক্ষ্মীর অ্যাকাউন্ট থেকে ১ কোটি ২০ লক্ষ টাকা কেটে নেওয়া হয়। এই বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীকে বলা হয়, তদন্তের জন্যই এই টাকা কাটা হয়েছে। কিছু ভ্যারিফিকেশনের পর তা পরবর্তী কিছুদিনের মধ্যেই ফেরত দিয়ে দেওয়া হবে। কিন্তু টাকা কেটে নেওয়ার পর আর কোনও ফোন আসেনি লক্ষ্মীর শিবকুমারের কাছে।
হঠাৎ ফোন পেয়েই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেন শেয়ার করতে গেলেন তিনি? লক্ষ্মী পুলিশকে জানিয়েছেন, তথ্য শেয়ার না করলে বাড়িতে পুলিশ পাঠানোর এবং জেলে ঢুকিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল। তাই তিনি কিছুটা ভয় পেয়ে গিয়েই ব্যাঙ্ক ডিটেলস শেয়ার করেছেন। তিনি এও জানান, একটি এফআইআর কপি এবং অ্যারেস্ট ওয়ারেন্টের ছবি পাঠিয়েছিল তারা। পুলিশে যাচাই করে দেখেছে, সবটাই ভুয়ো।