অভিশপ্ত এয়ার ইন্ডিয়ার (Air India Plane Crash) এই আরোহী ঠিক যে সিটে বসেছিলেন, সেটি হল বিমানের বিজনেস ক্লাসের (Business Class Seat) ঠিক পিছনের সিট ১১এ।
যে আসনে বসেছিলেন রমেশ
শেষ আপডেট: 12 June 2025 15:48
দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদ থেকে ওড়ার পর মুহূর্তে দুর্ঘটনার কবলে পড়া এয়ার ইন্ডিয়ার বিমানে সওয়ার ২৪২ জনই নিহত (Air India Plane Crash)। বৃহস্পতিবার প্রথমের দিকে এ কথা জানিয়ে দিলেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু। কিন্তু সন্ধে নাগাদ হাহাকারের মধ্যেও খানিকটা স্বস্তি দিয়েছে এক যাত্রীর বেঁচে থাকার খবর।
আমদাবাদের পুলিশ কমিশনার (Police Commissioner) জিএ মালিক সংবাদ সংস্থা এএনআই-কে জানান, পুলিশ একজন যাত্রীকে খুঁজে পেয়েছে। যিনি বেঁচে আছেন। ১১এ আসনের ওই যাত্রী বর্তমানে হাসপাতালে ভর্তি। তাঁর চিকিৎসা চলছে। যাত্রী তালিকা ঘেঁটে দেখা গিয়েছে, ওই যাত্রীর নাম রমেশ বিশ্বাস কুমার।
অভিশপ্ত এয়ার ইন্ডিয়ার (Air India Plane Crash) এই আরোহী ঠিক যে সিটে বসেছিলেন, সেটি হল বিমানের বিজনেস ক্লাসের (Business Class Seat) ঠিক পিছনের সিট ১১এ। এই আসন থেকেই ইকোনমি ক্লাসের সিট বা আসন শুরু হয়। ইকোনমি ক্লাসের (Economy Class Seat) ফার্স্ট রো বা প্রথম সারির ১১এ আসন হল উইনডো সিট। অর্থাৎ জানালার ধারেই বসেছিলেন রমেশ (Ramesh Biswas Kumar)।
এই বিমানটিই বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে আমদাবাদ বিমানবন্দর থেকে ওড়ে। ব্রিটেনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয়। কিন্তু ওড়ার পাঁচ মিনিটের মধ্যেই তা গুজরাতের মেঘানিনগরের লোকালয়ে ভেঙে পড়ে।
আমদাবাদ পুলিশ কমিশনার জানিয়েছেন, এখনও কতজনের মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। যেহেতু বিমানটি লোকালয়ে ভেঙে পড়েছে। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে। অন্যদিকে, যেখানে বিমান্টি ভেঙে পড়ে সেটি আবার চিকিৎসকদের হস্টেল। এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী, বিমান ভেঙে পড়ায় ওই হস্টেলের পাঁচ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।