শেষ আপডেট: 13th December 2023 16:12
দ্য ওয়াল ব্যুরো: লোকসভার শীতকালীন অধিবেশন চলাকালীন তুলকালাম কাণ্ড! ভরা সংসদ ভবনে দর্শকাসন থেকে ঝাঁপ দিল ২ জন। জুতো থেকে বের করে বিশেষ কোনও রাসায়নিক স্প্রে করে চারদিক ধোঁয়ায় ভরিয়ে দিয়ে তাঁরা ঝাঁপ দেন বলে জানা গেছে। ইতিমধ্যেই ৪ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনার জেরে দুপুর ২টো পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়েছে সংসদের অধিবেশন।
লোকসভায় দর্শকাসন থেকে ঝাঁপ যুগলের! রাসায়নিক স্প্রে করে ধোঁয়া তৈরি, অধিবেশনে তুলকালাম#TheWallBangla #ParliamentWinterSession #SecurityBreach #IndianParliament pic.twitter.com/Fi4ENJmhEL
— The Wall (@TheWallTweets) December 13, 2023
বুধবার দুপুর দেড়টা নাগাদ এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, সংসদ ভবনের বাইরেও একই কাণ্ড ঘটিয়েছে কয়েকজন। তাদের উদ্দেশ্য এখনও পর্যন্ত স্পষ্ট নয়। জানা গেছে, 'তানাশাহি নেহি চলেগা' স্লোগান দিতে দিতে ঝাঁপ দেয় ওই ২ জন। এই স্লোগানের অর্থ, "স্বৈরতন্ত্র চলবে না"। ঘটনার জেরে সংসদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
পুলিশ যে ৪ জনকে হেফাজতে নিয়েছে তাদের মধ্যে একজনের নাম সাগর শর্মা। আর একজন হল মনোরঞ্জন। বাকি দুজন এমন এবং নীলম যথাক্রমে মহারাষ্ট্র ও হরিয়ানার বাসিন্দা বলে জানা গেছে।
উল্লেখ্য, আজ বুধবারই কুখ্যাত সংসদ হামলার ২২ বছর পূর্তি! ২০০১ সালের ১৩ ডিসেম্বর আচমকাই নিরাপত্তা বেষ্টনী ভেঙে পুরনো সংসদ ভবনের ভিতরে ঢুকে পড়ে ৫ জন সশস্ত্র দুষ্কৃতী। অধিবেশন চলাকালীন তারা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। সেই হামলায় মৃত্যু হয়েছিল ৬জন আধিকারিকের, সংসদের ২ নিরাপত্তা কর্মী এবং বাগানের একজন মালির। নিরাপত্তারক্ষীদের পাল্টা গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছিল ৫ জন দুষ্কৃতীরই।
সেই ঘটনায় শুরু হয়েছিল ভারত-পাকিস্তান তরজা। ভারতের অভিযোগ ছিল, এই হামলার ঘটনায় জড়িত রয়েছে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তৈবার দিকে। যদিও পাকিস্তানের তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়। লস্কর-ই-তৈবাও ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে। তারপর দুই দেশের সম্পর্কের চূড়ান্ত অবনতি হয়, এবং শেষমেশ যুদ্ধ শুরু হয়।