শেষ আপডেট: 2nd September 2024 18:29
দ্য ওয়াল ব্যুরো: সেবি চেয়ারম্যান মাধবী পুরী বুচের বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ আনল কংগ্রেস। পদের অপব্যবহার করা হচ্ছে বলেই অভিযোগ কংগ্রেসের মুখপাত্র পবন খেরার। তিনি বলেন, 'সেবি-র চেয়ারম্যান থাকাকালীন মাধবী পুরী বুচ কীভাবে এবং কেন আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে বেতন নিচ্ছিলেন? ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি ১৬ কোটি ৮০ লক্ষ টাকা নিয়েছেন।'
পবন খেরা বলেন, 'মাধবী পুরী বুচ সেবি-র পূর্ণকালীন সদস্য ছিলেন এবং তার পরে তিনি চেয়ারপার্সন হন। সেবির চেয়ারপার্সন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দ্বারা নিযুক্ত হন।'
তিনি এও বলেন, 'এখনও পর্যন্ত হিন্ডেনবার্গ রিপোর্টে সেবি প্রধানের ভূমিকা বহুবার আলোচনার বিষয় হয়ে উঠেছে। তাছাড়া আদানি তদন্তের আগাগোড়া জুড়েই ছিলেন প্রতিষ্ঠানের প্রধান মাধবী পুরী বুচ।'
পবন খেরা বলেন, 'সেবি চেয়ারপারসনের প্রথম বেআইনি কাজটি ছিল আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে ১৬.৮০ কোটি টাকা বেতন নেওয়া। তাঁর এই কাজের জন্য অফিস অফ প্রফিটের ধারা ৫৪-এর সরাসরি লঙ্ঘন হয়েছে। তাই যদি একটুও লজ্জা থাকে, তাহলে পদত্যাগ করুন।'
তিনি আরও বলেন, 'বুচ সেবি থেকেও বেতন পাচ্ছিলেন, হঠাৎ আইসিআইসিআই-এ তাঁর বেতন ৪২২ শতাংশ বেড়েছে, যার মানে তিনি একই সঙ্গে অনেক জায়গা থেকে বেতন নিচ্ছেন। তিনি আইসিআইসিআই থেকে ১৬ কোটি টাকা এবং সেবি থেকে ৩ কোটি টাকার বেশি নিয়েছেন, এটি আইন লঙ্ঘন ছাড়া আর কিছুই নয়।'
তবে কংগ্রেসের এই অভিযোগের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি মাধবী পুরী বুচ। এই ঘটনায় আরও তদন্তের দাবি জানিয়েছে কংগ্রেস।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উদ্দ্যেশে পবন খেরা বলেন, 'সেবি-র ভূমিকা হল শেয়ার বাজারকে নিয়ন্ত্রণ করা। সেখানে জনসাধারণ টাকা বিনিয়োগ করে। কে সেবির চেয়ারম্যান নিয়োগ করেন? এটি মন্ত্রিসভার নিয়োগ কমিটি দ্বারা করা হয়েছে, যার মধ্যে প্রধানমন্ত্রী এবং অমিত শাহ রয়েছেন।'