প্রতীকী চিত্র
শেষ আপডেট: 10 February 2025 08:27
দ্য ওয়াল ব্যুরো: টায়ার ফেটে বিপত্তি! নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরপ্রদেশের এক্সপ্রেসওয়েতে পাল্টি খেতে দেখা গেল একটি স্করপিও গাড়িকে। ভয়াবহ ঘটনার সিসিটিভি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সেখানেই দেখা গেছে, দিল্লি থেকে বেগুসরাইয়ের দিকে যাচ্ছিল গাড়িটি। আচমকাই জোরে আওয়াজ করে রাস্তার মাঝেই টায়ার ফেটে যায়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি ডিভাইডারে ধাক্কা মেরে ছ'বার পাল্টি খেয়ে যায় গাড়িটি।
উত্তরপ্রদেশের কাসিমাবাদ থানা এলাকার পূর্বাঞ্চল এক্সপ্রেসয়ের ঘটনা। পুলিশ সূত্রে খবর গাড়িটিতে চারজন শিশু-সহ মোট আটজন ছিলেন। তবে গাড়িটি পাল্টি খেলেও ভাগ্যের জোরে কারও প্রাণহানি হয়নি।
गाजीपुर: टायर फटने से स्कॉर्पियो डिवाइडर से टकराई
— Indian Observer (@ag_Journalist) February 8, 2025
स्कॉर्पियो गेंद की तरह हवा में उछली
हादसा सीसीटीवी में हुआ कैद
स्कॉर्पियो मे सवार चार बच्चों सहित सात लोग हुए घायल
पूर्वांचल एक्सप्रेसवे पर 310 किमी पर हादसा
सभी दिल्ली से बिहार के बेगूसराय जा रहे थे#CCTV #RoadAccident pic.twitter.com/k1jyIIuQsm
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত আট যাত্রীকে স্থানীয় কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়েও দেওয়া হয়েছে বলে খবর। জানা গিয়েছে, আহতদের নাম মুকেশ, রঞ্জনা, রূপেশ, তাঁর স্ত্রী এবং তাঁদের চার সন্তান ঋত্বিক, রিয়া, ঋদ্ধি ও রিষভ ছিলেন বলে খবর।
সম্প্রতি কেন্দ্রের সড়ক পরিবহন ও হাইওয়ে অথরিটিসের প্রকাশ করা ২০২২ সালে ৪.৬১ লক্ষ পথ দুর্ঘটনা ঘটেছে। যার জেরে ১.৬৮ লক্ষ মানুষের প্রাহহানি হয়েছে এবং ৪.৪৩ লক্ষ মানুষ আহত হয়েছেন। সেই রিপোর্ট সামনে আসতেই হইচই শুরু হয়েছে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
জানা গেছে, তামিলনাড়ুতেই সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে। উত্তরপ্রদেশে ২০২২ সালে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২২ হাজার ৫৯৫ জনের।