পরমাণু বিজ্ঞানী ইলিনা মিশ্র (একেবারে বাঁদিকে), মহাকাশ বিজ্ঞানী শিল্পী সোনি, মহিলা গ্র্যান্ডমাস্টার বৈশালী ও মহিলা উদ্যোগপতি অনীতা দেবী।
শেষ আপডেট: 8th March 2025 12:20
দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক নারী দিবসের সকালেই দেশের নারীশক্তিকে প্রণাম জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে ঘোষণা করলেন এদিন থেকে তাঁর সোশ্যাল মিডিয়াগুলি সামলাবেন মহিলারা। এই কাজে দেশের বিভিন্ন ক্ষেত্রে উজ্জ্বল নজির গড়া কয়েকজনকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, প্রতিবছর ৮ মার্চ দিনটি আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালিত হয়ে থাকে। এ বছরের থিম হল- ফর অল উওমেন অ্যান্ড গার্লস: রাইটস, ইকুয়ালিটি, এমপাওয়ারমেন্ট। অর্থাৎ সকল নারী ও মেয়েদের জন্য অধিকার, সাম্য ও সশক্তিকরণ।
এক্সবার্তায় একটি ভিডিও পোস্ট করে প্রধানমন্ত্রী লিখেছেন, নারী দিবসে আমরা নারীশক্তির কাছে মাথানত করছি। আমাদের সরকার সর্বদা মহিলাদের সশক্তিকরণের জন্য কাজ করে গিয়েছে। আমাদের সকল প্রকল্প এবং কর্মসূচিতে মেয়েদের অগ্রাধিকার দেওয়া হয়। আজ প্রতিশ্রুতিমতো আমি আমার সোশ্যাল মিডিয়াগুলি সেই সব নারীশক্তির হাতে তুলে দিচ্ছি, যাঁরা বিভিন্ন ক্ষেত্রে ভারতকে গর্বিত করেছেন।
We bow to our Nari Shakti on #WomensDay! Our Government has always worked for empowering women, reflecting in our schemes and programmes. Today, as promised, my social media properties will be taken over by women who are making a mark in diverse fields! pic.twitter.com/yf8YMfq63i
— Narendra Modi (@narendramodi) March 8, 2025
প্রধানমন্ত্রী এই কাজে যাঁদের বাছাই করেছেন, তাঁদের একজন হলেন মহিলা দাবার গ্র্যান্ডমাস্টার বৈশালী। ২০২৩ সালে তিনি মেয়েদের সুইস গ্র্যান্ডমাস্টার চ্যালেঞ্জ জিতেছিলেন। বৈশালী দাবার বিস্ময় রমেশবাবু প্রজ্ঞানানন্দের বড় বোন। প্রধানমন্ত্রীর হয়ে এই কাজের সুযোগ পেয়ে বৈশালীও সোশ্যাল মিডিয়ায় বলেছেন, তিনি চমকে গিয়েছেন। ভিতরে ভিতরে আনন্দে উদ্বেল হয়ে রয়েছেন। নারী দিবসে তিনি দেশের সব বাবা-মা ও ভাইয়ের কাছে মেয়েদের পাশে দাঁড়ানো ও কন্যাসন্তানের ক্ষমতার উপর আস্থা রাখার অনুরোধ জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়ার দায়িত্ব পাওয়াদের আর একজন হলেন, পরমাণু বিজ্ঞানী ইলিনা মিশ্র এবং মহাকাশ বিজ্ঞানী শিল্পী সোনি। তাঁরাও তাঁদের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, প্রধানমন্ত্রীর এহেন সিদ্ধান্তে তাঁরাও খুব পুলকিত ও গর্বিত বোধ করছেন। দেশের সামনে আমরা বলতে চাই, মহিলা বিজ্ঞানীদের জন্য ভারত অত্যন্ত উজ্জ্বল ভবিষ্যতের দেশ। আরও বেশি করে মহিলা এই বিজ্ঞান সাধনায় আসুন, আমরা সেটাই চাই।
মিশ্র হলেন ভুবনেশ্বরের বাসিন্দা এবং সোনি হলে মধ্যপ্রদেশের সাগরের মেয়ে। আরও এক মহিলা এই সুযোগ পেয়েছেন, তিনি হলে বিহারের নালন্দার একটি গ্রামের নব্য স্বপ্রতিষ্ঠিত ব্যবসায়ী অনীতা দেবী। ৯ বছর আগে মাধোপুরে একটি কৃষি উৎপাদন-পণ্য ক্রয়-বিক্রয় কোম্পানি চালু করেছিলেন অনীতা। তিনি লিখেছেন, মাশরুম উৎপাদন করে এখন আমি আমার পরিবারকে এগিয়ে নিয়ে যাচ্ছি। শুধু আমার পরিবার নয়, আমার এই কোম্পানির মাধ্যমে আশপাশের কয়েকশো মহিলা স্বরোজগারের পথ খুঁজে পেয়েছেন। তাঁরা এখানে কাজের সুযোগ পেয়েছেন। আমার কোম্পানি কৃষকদের সস্তায় সার, বীজ এবং কীটনাশক বিক্রি করে। আজ এখানে কয়েকশো মহিলা চাকরি করে সমাজে মাথা উঁচু করে সম্মানের সঙ্গে জীবনযাপন করেন।