শেষ আপডেট: 13th March 2025 15:54
দ্য ওয়াল ব্যুরো: বহুদিন সুইৎজারল্যান্ডে ছিলেন। কয়েক মাস আগেই দেশে ফিরে যুক্ত হয়েছিলেন মোহালির (Mohali) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড এডুকেশন রিসার্চ বা আইআইএসইআর-এ (IISER)। সেই বিজ্ঞানীর (Scientist) প্রাণ গেল পার্কিং নিয়ে বচসার (Parking Row) জেরে! প্রতিবেশীর মারে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মোহালির সেক্টর ৬৭-এ একটি ভাড়া বাড়িতে থাকতেন ৩৯ বছরের ডঃ অভিষেক স্বর্ণকার। গত মঙ্গলবার রাতে বাড়ির সামনেই প্রতিবেশী যুবক মন্টির সঙ্গে ঝামেলা হয় তাঁর। স্থানীয় সূত্রে খবর, গাড়ি রাখা নিয়ে দুজনের মধ্যে বচসা হয়েছিল। অভিযোগ, তর্কাতর্কির মাঝেই অভিষেককে ধাক্কা মেরে ফেলে দেন মন্টি। তারপর বেধড়ক মারতে শুরু করেন।
ঘটনার সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে এসেছে। তাতে দেখা গেছে, বাইক পার্কিং নিয়েই দুজনের মধ্যে ঝামেলা লেগেছিল। ঘটনাস্থলে আরও অনেকে ছিলেন যারা মন্টিকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। অভিষেকের পরিবার মন্টির কঠোর শাস্তির দাবি তুলেছে। ইতিমধ্যে থানায় এফআইআর-ও করা হয়েছে তাঁদের তরফে।
জন্মসূত্রে ঝাড়খণ্ডের ধানবাদের বাসিন্দা ছিলেন অভিষেক। বিজ্ঞানী হিসেবে অনেক নামও করেছিলেন। একাধিক আন্তর্জাতিক জার্নালে তাঁর কাজে নমুনা প্রকাশ পেয়েছে। এমন বিজ্ঞানীর এইভাবে মৃত্যু মানতে পারছেন না কেউই। এদিকে পরিবার সূত্রে খবর, সম্প্রতি তাঁর কিডনি অপারেশন হয়েছিল। বোন তাঁকে একটি কিডনি দিয়েছিলেন। অভিষেকের ডায়েলিসিস চলছিল। অসুস্থ অবস্থায় মারধরের আঘাত সহ্য করতে না পেরেই মৃত্যু হয়েছে তাঁর, অনুমান পুলিশের।