শেষ আপডেট: 5th February 2025 12:39
দ্য ওয়াল ব্যুরো: বেপরোয়া গতির জের। সাতসকালে স্কুল বাস পাল্টি খেয়ে বড়সড় দুর্ঘটনা রাজস্থানে। বুধবার সকালে কমপক্ষে ৪০ জন পড়ুয়াকে নিয়ে যাচ্ছিল স্কুল বাসটি। জয়পুরের চোমু এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায়। ঘটনাস্থলেই চাকায় পিষ্ট হয়ে এক ছাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর। বাকি পড়ুয়াদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। কিন্তু অনেকের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ প্রায় ৬০-৭০ কিলোমিটার বেগে ছুটে আসছিল বাসটি। চোমু এলাকার কাছে ৫২ নম্বর জাতীয় সড়কে আচমকা ব্রেক কষতেই নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায়। বিষয়টি নজরে আসতে স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন।
জানা গেছে, বাসটিতে কমপক্ষে ৪০ জন পড়ুয়া আটকে ছিল। জানলার কাচ ভেঙে সবাইকে বের করে আনা হয়। কিন্তু এক ছাত্রী ঝাঁকুনিতে বাসের তলায় চলে যায়। চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও লাভ হয়নি।
এরপরই স্থানীয়রা রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে। মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পড়ুয়াদের এমন পরিণতির দায় কার? পাশাপাশি খারাপ রাস্তার কারণে এমন দুর্ঘটনা নিত্যসঙ্গী বলে অভিযোগ তাঁদের। স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনোও সুরাহা হয়নি।
পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় বলে খবর। কীভাবে দুর্ঘটনা ঘটল তা জানার চেষ্টা চলছে। স্কুল বাসের চালকের ও চোট লেগেছে। একটু সুস্থ হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। মৃত ছাত্রীর নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যে পড়ুয়ার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পরে বাসটিকে ক্রেনের সাহায্য নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রে খবর, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যে বিষয়টি আলোচনা করা হচ্ছে। কেউ দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি স্থানীয়দের অভিযোগও খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। তবে সাতসকালে এমন দুর্ঘটনায় শোকের ছায়া এলাকায়।