শেষ আপডেট: 2nd January 2025 09:11
দ্য ওয়াল ব্যুরো: কেরলে নিয়ন্ত্রণ হারিয়ে ১৫ জন পড়ুয়াকে নিয়ে উল্টে গেল স্কুল বাস। ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ গেল এক ৫ বছরের শিশুর। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে কুন্নুরে। দুর্ঘটনার মুহূর্তের ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাতে দেখা যাচ্ছে, বাস উল্টে যাওয়ার মুহূর্তেই জানলা দিয়ে ছিটকে পড়ছে এক পড়ুয়া।
চিন্ময় বিদ্যালয় নামের এক স্কুলের বাস ছিল সেটি। শ্রীকান্তাপুরমের ভালাক্কাইয়ে এই দুর্ঘটনা ঘটেছে। স্কুল শেষের পর পড়ুয়াদের নিয়ে বাড়ি ফিরছিল ওই বাস। কিছুটা ঢালু রাস্তা দিয়ে নামার সময়ই বাস চালক নিয়ন্ত্রণ হারান। তারপরই সেটি পুরোপুরি উল্টে গিয়ে পড়ে রাস্তার ওপর।
পুলিশ সূত্রে খবর, ১১ বছরের পঞ্চম শ্রেণির এক ছাত্রীর এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। বাস উল্টে পড়ার সময় সে জানলা দিয়ে ছিটকে চাকার তলায় চলে এসেছিল। পিষে গিয়েই মৃত্যু হয় ওই পড়ুয়ার। এই ঘটনায় বাকিরা সকলেই আহত। তবে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সকলেই নিকটবর্তী হাসপাতালে ভর্তি রয়েছে। এদিকে বাস চালকের বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা দায়ের হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, স্কুল পড়ুয়াদের নিয়ে বাস অনেকটাই দ্রুত গতিতে চলছিল। সেই কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এই প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। তবে কেউ কেউ বলছেন, এই এলাকায় মাঝে মধ্যেই এমন দুর্ঘটনা ঘটে। আর তার কারণ 'অদ্ভুত' রাস্তাঘাট। তাঁদের অভিযোগ, অবৈজ্ঞানিকভাবে রাস্তা বানানোর জন্যই এমন ঘটনা ঘটছে বারবার।