শেষ আপডেট: 10th September 2024 11:58
দ্য ওয়াল ব্যুরো: আইআইটি গুয়াহাটির হোস্টেল থেকে উদ্ধার হয়েছে ছাত্রের মৃতদেহ। এই নিয়ে এই বছরে চারটি এমন মর্মান্তিক ঘটনা ঘটল আইআইটি জি (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গুয়াহাটি)-তে। হস্টেলের ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ২১ বছরের যুবককে। ঘণ্টার পর ঘণ্টা বন্ধুর দেহ ঝুলতে দেখল সহপাঠী।
এক সংবাদ মাধ্যমকে মৃতের ওই বন্ধু কান্নায় ভেঙে পড়ে জানান, 'ভেন্টিলেটর থেকে উঁকি দিয়ে দেখলাম ওর দেহ ফ্যান থেকে ঝুলছে। আমার কয়েকজন মিলে দরজা ভেঙে ঢুকতে যাচ্ছিলাম। কিন্তু গার্ড আমাদের বাধা দেয়। আধঘন্টা পর দরজা খুলে আমরা ভেতরে ঢুকি। সে বেঁচে আছে না মরে গেছে তা নিয়ে কোনও উচ্চবাচ্যই করেনি গার্ডরা।'
মৃতের বন্ধুরা জানিয়েছেন, দরজা খুলে ঢোকার পরও বন্ধুর পালস দেখতে দেননি গার্ডরা। শুধু তাই নয়, তাঁরা জানান 'আমরা আমাদের বন্ধুকে হারিয়ে ফেললাম। সে মারা গেল অথচ তার পরও দেহ ওভাবেই ঝুলছিল। দরজা খুলে ঢোকার আট ঘণ্টা পরও আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অকে ঝুলতে দেখলাম'।
ছাত্রদের কথায়, 'ডিন এসে আমাদের বলল, এখনই ওর বাড়িতে খবর দেওয়ার দরকার নেই। ঘটনার যে ভিডিও আর ছবি আমরা তুলে রেখেছিলাম, সে সবও জোর করে ডিলিট করে দিতে বাধ্য করেন তিনি।'
প্রাথমিক সূত্রের খবর, ওই ছাত্রের বয়স ছিল ২১ বছর। তিনি উত্তরপ্রদেশ থেকে আইআইটি-জি-তে পড়তে এসেছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে। বিটেকের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি।
এই প্রথম নয়, এই নিয়ে আইআইটিজি থেকে চারটি দেহ পাওয়া গেল কেবল এ বছরেই। এর আগে ৯ অগস্টও হস্টেলের ঘর থেকে ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তরের এক ছাত্রীর দেহ পাওয়া গিয়েছিল।
সোমবারের ঘটনার পরে দিনভর বিক্ষোভ দেখিয়েছেন ছাত্রেরা। কর্তৃপক্ষের কাছে বিচারের দাবি করেছেন।
কর্তৃপক্ষে জানিয়েছে, গোটা ঘটনায় তারা শোকাহত। ছাত্রের পরিবারকে সমবেদনা জানানো হয়। এক মুখপাত্র বলেন, 'আমাদের সমস্ত রকম কাউন্সেলিংয়ের ব্যবস্থা রয়েছে। ক্লাসের পর কাউন্সেলিং-এর ব্যবস্থা রয়েছে। হস্টেল রুমের দরজাতেও সেই সংক্রান্ত কিউ আর কোড রয়েছে। পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখতে একাধিক কমিটিও রয়েছে। প্রতিষ্ঠানে একটি নিরাপদ এবং ছাত্রবান্ধব পরিবেশ গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য।'
পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ বা এই বিষয়ে এখনই বিস্তারিত কিছু জানানো সম্ভব হবে না, কারণ তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই কিছু বলা সম্ভব হবে। আইআইটি-জি কর্তৃপক্ষের তরফেও জানানো হয়েছে, বিস্তারিত তথ্য এখনও মেলেনি।