শেষ আপডেট: 24th March 2025 20:18
দ্য ওয়াল ব্যুরো: মীরাট কাণ্ড (Meerut Murder Case) গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। প্রেমিক সাহিলের শুক্লার সঙ্গে চক্রান্ত করে স্বামী সৌরভ রাজপুতকে খুন করে ড্রামে ভরে রেখেছিলেন মুসকান। দুজনই গ্রেফতার হয়ে এখন জেলে। তবে সেই রাতে খুনের আগে ঠিক কী করছিলেন সৌরভ সেই তথ্য এবার প্রকাশ্য এসেছে। একটি সিসিটিভি ফুটেজ (CCTV) এখন আলোচনার কেন্দ্রে।
ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। তাতে বলা হয়েছে, প্রথমে মৃত সৌরভ রাজপুতের দুটি হাত কাটা হয়েছিল। তারপর তার দেহ টুকরো টুকরো করা হয়। রিপোর্টে স্পষ্ট হয়েছে, এই কাজ একজনের নয়। এতএব এটা পরিষ্কার, মুসকান এবং সাহিল দুজনেই এই খুনে জড়িত। এখন যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে তাতে দেখা গেছে, এক বন্ধুর সঙ্গে বাইকে ফিরছেন সৌরভ।
ওই ফুটেজটি গত ৩ মার্চের। পুলিশ সূত্রে খবর, ওই রাতেই ১১টা ৪৯ মিনিটে শেষবার সৌরভকে জীবিত অবস্থায় দেখা যায়। বন্ধুর বাইকে চেপে নিজের ভাড়াবাড়িতে ফিরছিলেন তিনি। সেখানেই মুসকানের সঙ্গে খাওয়া-দাওয়া করেন। সেই রাতেই নৃশংসভাবে খুন করা হয় তাঁকে। পুলিশ জানতে পেরেছে, স্বামীর খাবারের সঙ্গে কড়া মাত্রার ঘুমের ওষুধ এবং মাদক মিশিয়ে দিয়েছিলেন মুসকান। সেই খাবার খেয়েই অচৈতন্য হয়ে পড়েছিলেন তিনি। পরে সাহিলকে ডাকেন মুসকান এবং দুজনে নৃশংসভাবে খুন করেন সৌরভকে।
সাহিল এসে প্রথমে সৌরভের মাথা কেটে নেন বলে অভিযোগ। ময়নাতদন্তের রিপোর্ট বলছে, মৃত সৌরভের হৃৎপিণ্ডে ৩ বার পরপর ছুরির আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে। এ ছাড়াও শরীরের একাধিক অংশে কোপ মারা হয়েছিল। আর শরীর ফালাফালা করেছে তাঁর স্ত্রী মুসকানই। সৌরভের পেটের উপর বসেই এই কাণ্ড ঘটিয়েছে সে। ময়নাতদন্তে আরও বলা হচ্ছে, রাজপুতের ঘাড় কাটা, পা কেটে ফেলা এবং ধড় টুকরো টুকরো করে ফেলার প্রমাণ পাওয়া গেছে।
প্লাস্টিকের ড্রামে সৌরভের ১৫ টুকরো করা মৃতদেহ রেখে সিমেন্ট দিয়ে দিয়েছিলেন মুসকান। তারপর তা সম্পূর্ণভাবে ঢাকনা দিয়ে বন্ধ করে সাহিলের সঙ্গে চলে গেছিলেন হিমাচল প্রদেশে। পরিকল্পনা ছিল, ঘুরে এসে সৌরভের দেহ লোপাট করে দেবেন তারা। দু-সপ্তাহের জন্য হিমাচলে গেছিলেন তারা।
মুসকান-সাহিলের হিমাচলের একাধিক ছবি-ভিডিও পুলিশের হাতে এসেছে। সেখানে দেখা গেছে, তারা দুজনেই খুব খুশি, কোনওরকম অনুশোচনার ছাপ তাদের চোখে-মুখে নেই। বর্তমানে মুসকান মীরাটের জেলে বন্দি।