শেষ আপডেট: 12th June 2024 20:14
দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরে গত ৩ দিনে ৩টি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। অথচ না মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন তাঁরা চুপ করে আছেন এই প্রশ্ন কংগ্রেস তুলে দিয়েছে। এবার শিবসেনা (উদ্ধব ঠাকরে শিবির) সরাসরি আক্রমণ করল অমিত শাহকে। নেতা সঞ্জয় রাউতের দাবি, এই স্বরাষ্ট্রমন্ত্রীর আমলেই উপত্যকায় সবথেকে বেশি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে।
নিজের কাজ করছেন না অমিত শাহ, বরঞ্চ বিরোধী শিবির থেকে কাকে দলে টানা যায়, সেই ফন্দি আঁটতে ব্যস্ত তিনি! শিবসেনা নেতা সঞ্জয় রাউত এমনই দাবি করেছেন। তিনি বলছেন, ক্ষমতায় আসার পর থেকে বিজেপি দাবি করে এসেছে যে জম্মু-কাশ্মীরে জঙ্গি হানার ঘটনা কমছে। বিজেপি আমলেই নাকি তা নির্মূল হবে। অথচ পরিসংখ্যান বলছে, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীনই উপত্যকায় সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী এবং সাধারণ মানুষের মৃত্যু হয়েছে জঙ্গি হামলায়।
গত রবিবার যখন নরেন্দ্র মোদী সহ বাকিরা রাষ্ট্রপতি ভবনে শপথগ্রহণ করছেন তখনই জম্মু-কাশ্মীরে জঙ্গিহানা হয়েছিল। এরপর আরও দুটি জঙ্গিহানার ঘটনায় উত্তাল হয়েছে দেশ। এসবের মাঝে বিজেপি শিবির শুধু রাজনীতির কথা ভাবছে বলেই অভিযোগ করেছেন সঞ্জয় রাউত। তাঁর স্পষ্ট কথা, নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু এখন এনডিএ জোটে আছেন। তাঁদের উচিত এখনই অমিত শাহের পদত্যাগ দাবি করা।
গত রবিবার জম্মুর রিয়াসি জেলায় শিবখড়ি মন্দির থেকে কাটরায় বৈষ্ণো দেবীর মন্দিরের উদ্দেশে যাওয়াতীর্থযাত্রীদের বাসে হামলা চালিয়েছিল জঙ্গিরা। হামলায় মৃত্যু হয়েছিল ৯ জন তীর্থযাত্রীর। জখম হয়েছিলেন ৩৩ জন। এরপর মঙ্গলবার রাতে কাঠুয়া জেলার হিরানগরীতে একটি বাড়িতে ঢুকে গুলি চালায় জঙ্গিরা। সেই রাতেই আবার জম্মু ও কাশ্মীরের ডোডায় একটি সেনা ঘাঁটিতে হামলা চালায় সন্ত্রাসবাদীরা।
জম্মু-কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনার পাশাপাশি মণিপুরে মুখ্যমন্ত্রী কনভয়েও হামলার ঘটনা ঘটেছে। তা নিয়েও মুখে কুলুপ এঁটেছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। মণিপুর নিয়ে ইতিমধ্যেই শিবসেনা (ইউটিবি)-র প্রধান উদ্ধব ঠাকরে বুধবার প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। উদ্ধব জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী কবে মণিপুর যাবেন।