শেষ আপডেট: 10th January 2025 15:09
দ্য ওয়াল ব্যুরো: উত্তর প্রদেশের সম্ভলে জামা মসজিদে আপাতত কোনও ধরনের জরিপ করা যাবে না। শুক্রবার সুপ্রিম কোর্ট এই বিষয়ে হিন্দু পক্ষের দাবি খারিজ করে দিয়েছে।
ওই মসজিদটি সহ দেশের সব উপাসনালয়ে জরিপে স্থগিতাদেশ জারি করে শীর্ষ আদালত সপ্তাহ দুই আগেই রায় দিয়েছিল। তারফলে মসজিদের মধ্যে থাকা জলাশয়ের উপরও নিষেধাজ্ঞা বলবৎ হয়। হিন্দুপক্ষের দাবি ওই জলাশয়টি মসজিদের অংশ নয়। সেটি যেন হিন্দুদের ব্যবহার করতে দেওয়া হয়।
মুসলিম পক্ষ শুক্রবার আদালতে গুগল ম্যাপ পেশ করে দেখায় জলাশয়ের অর্ধেকরের বেশি অংশ মসজিদ চত্বরে অবস্থিত এবং নমাজ পাঠের আগে সকলে জলাশয়ের জলে নিজেদের পরিশুদ্ধ করে থাকে।
প্রধান বিচারপতি সঞ্জীব খান্না শুক্রবার নির্দেশ দেন, দু সপ্তাহের মধ্যে জেলা প্রশাসনকে ওই জলাশয় নিয়ে রিপোর্ট পেশ করতে হবে। ততদিন জেলা প্রশাসন জলাশয় জরিপের কাজ করতে পারবে না।
প্রসঙ্গত, সম্ভলের স্থানীয় হিন্দু সমাজ ওই জামা মসজিদকে হরিহর মন্দির দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছে। সেই আদেশ কার্যকর করা নিয়ে বিবাদে প্রাণ গিয়েছে স্থানীয় চার নাগরিকের।
মসজিদের পাশাপাশি জলাশয়টি নিয়েও বিবাদ আছে। হিন্দুদের দাবি স্থানীয় মহিলারা জলাশয়টিতে শিবরাত্রির দিন স্নান করে থাকেন।
প্রধান বিচারপতির বক্তব্য আগে জেলা প্রশাসন বলুক জলাশয় মসজিদের অংশ কিনা।