শেষ আপডেট: 26th June 2024 22:04
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের সময়ে একাধিক বিতর্কিত মন্তব্য করে নিজের দলের অস্বস্তি বাড়িয়েছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে যে দল ব্যবস্থা নিতে পারে এমন পরিস্থিতিও তৈরি হয়েছিল। তবে কংগ্রেসের বিদেশ বিষয়ক শাখার পদ নিজেই ছেড়ে দেন সাম পিত্রোদা। এখন ভোট মিটে যেতে তাঁকেই পুরনো পদে ফেরাল কংগ্রেস।
দক্ষিণ ভারতীয়রা আফ্রিকার মানুষদের মতো দেখতে। উত্তর ভারতের বাসিন্দাদের মুখের আদল চিনাদের মতো। আর পশ্চিম ভারতীয়দের সঙ্গে মিল আছে আরবের বাসিন্দাদের সঙ্গে! এমনসব মন্তব্য ছিল সাম পিত্রোদার। শুধু তাই নয়, পারিবারিক সম্পদ নিয়ে কথা বলতে গিয়ে তিনি আমেরিকার উদাহরণ টেনেছিলেন। বলেছিলেন, সেখানে বিপুল ধনসম্পত্তির মালিকেরা মারা গেলে তাঁদের সম্পদের অর্ধের রাষ্ট্র অধিগ্রহণ করে নেয়। বাকিটা সন্তানেরা পায়। কংগ্রেস আদতে তাঁর কোনও মন্তব্যের দায় নেয়নি।
দলের তরফে স্পষ্ট বলা হয়েছিল, এই মন্তব্যগুলির জন্য সাম পিত্রোদা নিজে দায়ী। কংগ্রেস কোনওভাবে তা সমর্থন করে না। এই পরিস্থিতিতে ক্রমশ চাপ বাড়ছিল সাম পিত্রোদার ওপর। তাই দল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগেই তিনি পদ ছেড়ে দেন। কারণ তাঁর মন্তব্য হাতিয়ার হয়ে উঠেছিল বিজেপির জন্য। ভোটের প্রচারে খোদ নরেন্দ্র মোদী বলেছিলেন, কংগ্রেস ক্ষমতায় এলে বাবা-মায়ের সম্পদও ছেলেমেয়েরা পাবে না। তারপর একে একে মুখ খোলেন অমিত শাহ, রাজনাথ সিংয়ের মতো নেতারা।
অনেকেই ভেবেছিলেন, সামের এই ধরনের মন্তব্যের পুরো ফায়দা পাবে বিজেপি। লোকসভা ভোটে ৪০০ পারের যে দাবি তারা করছিল তা সফল হবে। কিন্তু বাস্তবে উলটো চিত্রই ধরা পড়ে। ৪০০ আসনের বহু আগে আটকে যায় এনডিএ, বিজেপিও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। অন্যদিকে, কংগ্রেসের আসন গত লোকসভার তুলনায় অনেকটাই বাড়ে। আর ইন্ডিয়া জোট দারুণ ফল করে। তাই আবার পুরনো পদে সামকে ফিরিয়ে আনল কংগ্রেস।