দুই উড়ান সংস্থাই জানিয়েছে, সাম্প্রতিক পরিস্থিতিতে যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার (Safety and Security) কথা মাথায় রেখে সব উড়ান বাতিল (Flight Cancel) করা হয়েছে।
এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো উড়ান
শেষ আপডেট: 13 May 2025 08:29
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার জম্মু, অমৃতসর, চণ্ডীগড়, লেহ, শ্রীনগর এবং রাজকোটের সমস্ত বিমান পরিষেবা বাতিল করল ইন্ডিগো (Indigo) এবং এয়ার ইডিয়া (Air India)। বিবৃতি দিয়ে দুই উড়ান সংস্থাই জানিয়েছে, সাম্প্রতিক পরিস্থিতিতে যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার (Safety and Security) কথা মাথায় রেখে সব উড়ান বাতিল (Flight Cancel) করা হয়েছে। বিমানবন্দরে পৌঁছোনোর আগে যাত্রীদের উড়ান সংস্থার ওয়েবসাইট বা অ্যাপে 'ফ্লাইট স্টেটাস' দেখে নেওয়ার কথাও বলা হয়েছে।
এখন প্রায় সব আন্তর্জাতিক বিমানগুলি পশ্চিম এশিয়া বা ইউরোপে যাতায়াত করছে পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে। উত্তর ও পশ্চিম ভারতের আকাশসীমাতেও নিষেধাজ্ঞা রয়েছে। তাই অর্ধেক বিমান কলকাতা থেকে রুট পরিবর্তন করে নাগপুর, মুম্বই হয়ে আরব সাগরের উপর দিয়ে পশ্চিম এশিয়া বা ইউরোপের দিকে যাচ্ছে। যার জেরে বিমানের বিপুল জ্বালানি খরচ যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনই কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলের উপরও কাজের চাপ বেড়ে গিয়েছে।
পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে আসা আন্তর্জাতিক উড়ানগুলিও কলকাতা-নাগপুর হয়ে যাতায়াত করছে। কলকাতা বিমানবন্দর থেকেও একাধিক বিমান ঘুরপথে যাতায়াত করছে। ঘুরপথে যাতায়াতের জন্য উড়ানে সময়ও বেশি লাগছে। পরিস্থিতির মোকাবিলায় এয়ার ইন্ডিয়া বিমান পরিবহণ মন্ত্রকের কাছে তাদের পাইলট এবং বিমানকর্মীদের কাজের সময় পুনর্বিন্যাসের অনুমতি নিয়েছে।
১৫ মে পর্যন্ত উত্তর, পশ্চিম এবং মধ্য ভারতের একাংশের মোট ২৭টি বিমানবন্দর বন্ধ রাখার নির্দেশও জারি করা হয়েছে নিরাপত্তার কথা মাথায় রেখে। উত্তর এবং পশ্চিম ভারতের আকাশসীমায় সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে অসামরিক বিমানের ওড়া। ওই সব বিমানবন্দরে উড়ানে নিষেধাজ্ঞার কারণে প্রতিদিন গড়ে ৪০০টির বেশি উড়ান বাতিল হচ্ছে। সূত্রের খবর, কলকাতার ক্ষেত্রে দিনে অন্তত ১২টি করে উড়ান বাতিল হচ্ছে।