শেষ আপডেট: 27th July 2024 21:49
দ্য ওয়াল ব্যুরো: প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত যে আগের থেকে আরও বেশি শক্তিশালী হল তা বলাই যায়। কারণ সদ্য যে পরীক্ষা চালানো হয়েছিল তাতে ব্যাপক সাফল্য পেয়েছে দেশের এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম। প্রায় ৮০ শতাংশ 'শত্রু' যুদ্ধবিমানকে ধরাশায়ী করেছে 'সুদর্শন এস-৪০০' এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম।
ভারতীয় বায়ুসেনা শনিবার এই পরীক্ষা চালিয়েছিল। এস ৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম কতটা শক্তিশালী তা পরখ করাই ছিল মূল লক্ষ্য। সেই পরীক্ষাতেই একেবারে ফুল মার্কস পেয়েছে এই মিসাইল সিস্টেম। দূরপাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম কতটা কাজে লাগানো যেতে পারে বা এর শক্তি ঠিক কতখানি তাই এই পরীক্ষা থেকে খাতায়-কলমে জেনে নিয়েছে ভারতীয় সেনা।
এই সিস্টেম পরীক্ষা করার জন্য আসল ফাইটার এয়ারক্রাফট ওড়ানো হয়েছিল। 'সুদর্শন এস-৪০০' এয়ার ডিফেন্স মিসাইল ৮০ শতাংশ 'শত্রু' বিমানকে খতম করে কার্যত রেকর্ড করেছে। শ্রী কৃষ্ণের সুদর্শনচক্রের সঙ্গে মিল রেখে নাম রাখা এই এয়ার ডিফেন্স সিস্টেম আগামী দিনে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে তা বলাই যায়।
এস-৪০০-র পাঁচটি স্কোয়াড্রনের জন্য ৩৫,০০০ কোটি টাকার চুক্তি করেছে ভারত এবং রাশিয়া। ভারতীয় বায়ুসেনা সম্প্রতি দেশীয় প্রযুক্তিতে তৈরি এমআর-এসএএম, আকাশ মিসাইল সিস্টেম এনেছে। ইজরায়েলি স্পাইডার কুইক রিয়েকশন সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেমও যুক্ত হয়েছে দেশের অস্ত্রভাণ্ডারে।
এছাড়া আগামী কয়েক মাসের মধ্যেই ইন্ডিয়ান লং রেঞ্জ সার্ফেস এয়ার মিসাইল সিস্টেম যুক্ত হতে চলেছে। ভারতের ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল সম্প্রতি এর অনুমোদন দিয়েছে। তবে মনে করা হচ্ছে, এই 'সুদর্শন এস-৪০০' এয়ার ডিফেন্স মিসাইল 'গেম চেঞ্জার' হয়ে যাবে।