ফাইল ছবি।
শেষ আপডেট: 1 March 2025 02:10
দ্য ওয়াল ব্যুরো: শনিবার ১ মার্চ থেকে ফের দাম বাড়ল রান্নার গ্যাসের। এবার সিলিন্ডার পিছু ৬ টাকা দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের।
ফলে আজ থেকে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের জন্য ব্যয় করতে হবে ১,৯১৩ টাকা। রেস্তোরাঁ, হোটেল-সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার। ফেব্রুয়ারিতে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার পিছু দাম ছিল ১,৯০৭ টাকা।
আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামার সঙ্গে সঙ্গেই দেশের বাজারেও পেট্রোলিয়াম পণ্যের দাম বাড়ে, কমে। তারই ভিত্তিতে প্রতি মাসের ১ তারিখ গ্যাসের দাম নির্ধারণ করা হয়।
গত বছরও একাধিকবার বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ানো হয়েছিল। নতুন বছরেও সেই ধারা অব্যাহত থাকায় কিছুটা চাপে ব্যবসায়ীরা।
তবে রান্নার জন্য বাড়িতে যে এলপিজি গ্যাস ব্যবহার করা হয়, সেই ১৪.২ কেজির সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকছে। ১৪.২ কেজি গ্যাসের সিলিন্ডার প্রতি দাম ৮২৯ টাকা।