Date : 15th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
SSC: চাকরিহারা যোগ্য শিক্ষকদের অনশনের দ্বিতীয় দিন, স্বাস্থ্য পরীক্ষা করতে এল মেডিকেল টিমঅসুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বেসরকারি হাসপাতালের ক্রিটিকাল কেয়ারে চলছে চিকিৎসাপ্রযোজককে অপহরণ! অভিনেত্রী পূজার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ শ্যামসুন্দরেরসমুদ্রে মৎস্যজীবীদের নিরাপত্তায় বড় পদক্ষেপ রাজ্যের, বসানো হচ্ছে ইসরোর নতুন যন্ত্রনিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা সাহায্য এয়ার ইন্ডিয়ার, ক্ষতিপূরণ পাবেন একমাত্র জীবিত যাত্রীওকাশ্মীরে ধাপে ধাপে খুলছে ১৬টি পর্যটন কেন্দ্র, পহেলগামকাণ্ডের পর সবুজ সংকেত পর্যটকদেরত্বকের নানা সমস্যায় মুশকিল আসান হতে পারে 'কেমিক্যাল পিল', তবে কিছু জিনিস না জানলেই নয়ডিএনএ মিলেছে ৯ জনের, বিমান দুর্ঘটনার পর প্রথম দেহ তুলে দেওয়া হল পরিবারের হাতেবিলাসবহুল এসি গাড়ি ভাড়া করে ছাগল চুরি ! চোরের কীর্তি দেখে অবাক পুলিশ কর্তারাNEET Result : উচ্চ-মাধ্যমিকে প্রথম বর্ধমানের রূপায়ণের নজরকাড়া ফল নিটেও, দেশে কুড়িতম স্থান
Royal Bengal Tiger

ছাল ছাড়িয়ে, দাঁত উপড়ে, পা কেটে রয়্যাল বেঙ্গল টাইগারকে হত্যা, নৃশংস ঘটনা অসমের কাজিরাঙায়

বীভৎস, পৈশাচিক! পা কেটে, গায়ের চামড়া ছাড়িয়ে দাঁত উপড়ে ফেলে রয়্যাল বেঙ্গল টাইগারকে (Royal Bengal Tiger) নৃশংসভাবে হত্যা (Tiger Death) করার অভিযোগ অসমের (Assam) কাজিরাঙা গোলাঘাটে। খবর পেতেই লোকেশন ট্র্যাক করে ঘটনাস্থলে গিয়ে বাঘের চেহারা দেখে শিউরে ওঠেন বনদফতরের কর্মীরা।

ছাল ছাড়িয়ে, দাঁত উপড়ে, পা কেটে রয়্যাল বেঙ্গল টাইগারকে হত্যা, নৃশংস ঘটনা অসমের কাজিরাঙায়

প্রতীকী ছবি

শেষ আপডেট: 22 May 2025 19:03

দ্য ওয়াল ব্যুরো: বীভৎস, পৈশাচিক! পা কেটে, গায়ের চামড়া ছাড়িয়ে, দাঁত উপড়ে ফেলে রয়্যাল বেঙ্গল টাইগারকে (Royal Bengal Tiger) নৃশংসভাবে হত্যা (Tiger Death) করার অভিযোগ অসমের (Assam) কাজিরাঙা গোলাঘাটে। খবর পেতেই লোকেশন ট্র্যাক করে ঘটনাস্থলে গিয়ে বাঘের চেহারা দেখে শিউরে ওঠেন বনদফতরের কর্মীরা।

বনদফতর জানিয়েছে, জঙ্গলের ধারে একটা ঝোপের মধ্যে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে ছিল বাঘটির দেহ। যার চারটি পা-ই ধারাল অস্ত্র দিয়ে কেটে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, বাঘটিকে মারার পর গায়ের ছাল পর্যন্ত ছাড়িয়ে নেওয়া হয়।

অনেক দিন ধরেই একটি বাঘ লোকালয়ে ঢুকে পড়ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। মাঝেমাঝেই শিকারের খোঁজে হামলা চালাচ্ছিল সেটি। ওই বাঘের হামলায় গ্রামের এক জনের মৃত্যুও হয়েছে বলে বনদফতরের আধিকারিকদের জানান বাসিন্দারা। কিন্তু এই বাঘটিই সেই বাঘ কিনা তা এখনও জানা যায়নি।

গ্রামবাসীদের অভিযোগ, বাঘের উৎপাতের ব্যাপারে বনদফতরকে একবার না, একাধিকবার জানানো হয়েছিল, কিন্তু তাতে কেউই উচ্চবাচ্য দেখায়নি।

তবে এহেন নৃশংস ঘটনার নেপথ্যে চোরাশিকারিদের হাত রয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করছে বনদফতর। কীভাবে বাঘটিকে মারা হয়েছে, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে। রয়্যাল বেঙ্গল টাইগারটির দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


ভিডিও স্টোরি