বীভৎস, পৈশাচিক! পা কেটে, গায়ের চামড়া ছাড়িয়ে দাঁত উপড়ে ফেলে রয়্যাল বেঙ্গল টাইগারকে (Royal Bengal Tiger) নৃশংসভাবে হত্যা (Tiger Death) করার অভিযোগ অসমের (Assam) কাজিরাঙা গোলাঘাটে। খবর পেতেই লোকেশন ট্র্যাক করে ঘটনাস্থলে গিয়ে বাঘের চেহারা দেখে শিউরে ওঠেন বনদফতরের কর্মীরা।
প্রতীকী ছবি
শেষ আপডেট: 22 May 2025 19:03
দ্য ওয়াল ব্যুরো: বীভৎস, পৈশাচিক! পা কেটে, গায়ের চামড়া ছাড়িয়ে, দাঁত উপড়ে ফেলে রয়্যাল বেঙ্গল টাইগারকে (Royal Bengal Tiger) নৃশংসভাবে হত্যা (Tiger Death) করার অভিযোগ অসমের (Assam) কাজিরাঙা গোলাঘাটে। খবর পেতেই লোকেশন ট্র্যাক করে ঘটনাস্থলে গিয়ে বাঘের চেহারা দেখে শিউরে ওঠেন বনদফতরের কর্মীরা।
বনদফতর জানিয়েছে, জঙ্গলের ধারে একটা ঝোপের মধ্যে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে ছিল বাঘটির দেহ। যার চারটি পা-ই ধারাল অস্ত্র দিয়ে কেটে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, বাঘটিকে মারার পর গায়ের ছাল পর্যন্ত ছাড়িয়ে নেওয়া হয়।
অনেক দিন ধরেই একটি বাঘ লোকালয়ে ঢুকে পড়ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। মাঝেমাঝেই শিকারের খোঁজে হামলা চালাচ্ছিল সেটি। ওই বাঘের হামলায় গ্রামের এক জনের মৃত্যুও হয়েছে বলে বনদফতরের আধিকারিকদের জানান বাসিন্দারা। কিন্তু এই বাঘটিই সেই বাঘ কিনা তা এখনও জানা যায়নি।
গ্রামবাসীদের অভিযোগ, বাঘের উৎপাতের ব্যাপারে বনদফতরকে একবার না, একাধিকবার জানানো হয়েছিল, কিন্তু তাতে কেউই উচ্চবাচ্য দেখায়নি।
তবে এহেন নৃশংস ঘটনার নেপথ্যে চোরাশিকারিদের হাত রয়েছে বলেই প্রাথমিকভাবে মনে করছে বনদফতর। কীভাবে বাঘটিকে মারা হয়েছে, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে। রয়্যাল বেঙ্গল টাইগারটির দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।