Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
'কথা ভালভাবে বলছে, রাতে বোমা মারছে!' পুতিনকে কটাক্ষ ট্রাম্পের, কিভে পাঠাচ্ছেন প্যাট্রিয়ট মিসাইলমোদী-মমতাকে আম পাঠাচ্ছেন ইউনুস, দিল্লির ‘দিল’ জয়ের চেষ্টা, চর্চা সমাজমাধ্যমেআলাদা হচ্ছেন সাইনা-কশ্যপ, ইনস্টাগ্রামে জানালেন সিদ্ধান্তের কথাWimbledon: ফরাসী ওপেনের মধুর প্রতিশোধ, আলকারাজকে হারিয়ে উইম্বলডন জিতে ইতিহাস গড়লেন সিনারবন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন বলে নিখোঁজ হন, ৬ দিন পর যমুনায় মিলল ত্রিপুরার তরুণীর দেহ Eng vs Ind: ভয়ঙ্কর হয়ে উঠেছে লর্ডসের বাইশ গজ, ভারতকে জিততে হলে লর্ড হতে হবে রাহুলকেবিমানের ফুয়েল সুইচ ‘নিরাপদ’, জানাল বোয়িং, আমদাবাদ এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় বাড়ছে রহস্যসিভিক ভলান্টিয়ারের স্ত্রীর ঝুলন্ত দেহ, পণ ও খুনের অভিযোগ পরিবারের শ্যালিকার উপর যৌন হেনস্থার অভিযোগে দিঘা থেকে ধৃত জামাই, অভিযোগ আরও ভয়াবহতিনদিনের উত্তরবঙ্গ সফরে শমীক, রাজ্য সভাপতি হওয়ার পর এই প্রথম
Rahul Gandhi

স্যানিটারি ন্যাপকিনের প্যাকেটে রাহুল গান্ধীর ছবি! কংগ্রেসের কাণ্ড নিয়ে তুমুল বিতর্ক বিহারে

বিহারে কংগ্রেসের প্রিয়দর্শিনী উড়ান যোজনায় স্যানিটারি প্যাড বিতরণে রাহুল গান্ধীর ছবি নিয়ে বিজেপির তীব্র সমালোচনা। মহিলাদের ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ চরমে।

স্যানিটারি ন্যাপকিনের প্যাকেটে রাহুল গান্ধীর ছবি! কংগ্রেসের কাণ্ড নিয়ে তুমুল বিতর্ক বিহারে

প্যাডের প্যাকেটে রাহুল গান্ধীর ছবি।

শেষ আপডেট: 4 July 2025 09:35

দ্য ওয়াল ব্যুরো: বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে মহিলা ভোটারদের আকর্ষণ করতে একাধিক কৌশল নিয়েছে রাজনৈতিক দলগুলি। এই প্রেক্ষাপটেই 'প্যাডম্যান' সিনেমায় অনুপ্রাণিত এক উদ্যোগ নিয়েছে কংগ্রেস। ‘প্রিয়দর্শিনী উড়ান যোজনা’। এই প্রকল্পে রাজ্যের ৫ লক্ষেরও বেশি মহিলাকে স্যানিটারি প্যাড বিতরণ করা হচ্ছে। এই নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিতর্কের মূল কারণ, এই প্যাডের বাক্সগুলিতে রাহুল গান্ধীর ছবি থাকা।

এই প্রকল্পটি মূলত মাসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই নেওয়া হয়েছে। পাশাপাশিই এটি কংগ্রেসের একটি বৃহত্তর নারী-কেন্দ্রিক নির্বাচনী প্রচারেরও অঙ্গ। তাই প্যাডের বাক্সে কেবল রাহুল গান্ধীর ছবি নয়, কংগ্রেসের একটি নির্বাচনী প্রতিশ্রুতিও ছাপা রয়েছে। লেখা আছে, অবহেলিত পরিবারের মহিলাদের জন্য প্রতি মাসে ২৫০০ টাকার আর্থিক সাহায্যের কথা।

এই কাণ্ড করেই বিজেপির প্রবল সমালোচনার মুখে পড়েছে। বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী টুইট করে লেখেন,
"বিহারের নারীদের অপমান রাহুল গান্ধীর ছবি সম্বলিত স্যানিটারি প্যাড! কংগ্রেস আসলে নারী-বিরোধী দল! বিহারের নারীরা কংগ্রেস ও আরজেডিকে উপযুক্ত জবাব দেবে।"

Bihar Congress

প্রতিদ্বন্দ্বী দল মহাগঠবন্ধন তাদের পক্ষ থেকে ঘোষণা করেছে, যদি তারা ক্ষমতায় আসে তাহলে 'মাই বেহন মান যোজনা'র অধীনে প্রত্যেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসে ২৫০০ করে দেওয়া হবে। অন্যদিকে, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন সরকারও 'মহিলা সংবাদ' নামের একটি গ্রামীণ পর্যায়ে সংযোগ প্রকল্প চালু করেছে, যার লক্ষ্য হল রাজ্যের ২ কোটি মহিলার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা।

এই পরিস্থিতিতে স্যানিটারি প্যাড বিতরণ কৌশল রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। একদিকে কংগ্রেস এটিকে স্বাস্থ্য সচেতনতার প্রয়াস হিসেবে তুলে ধরছে, অপরদিকে বিজেপি বলছে, এটি মহিলাদের প্রতি অবমাননার শামিল।

রাজনীতির ময়দানে নারী-কেন্দ্রিক প্রতিশ্রুতি এবং প্রতিক্রিয়ার এমন টানাপড়েনে, সব মিলিয়ে বিহার নির্বাচনের উত্তাপ যেন আরও কয়েকগুণ বেড়ে গেছে।


ভিডিও স্টোরি