বিহারে কংগ্রেসের প্রিয়দর্শিনী উড়ান যোজনায় স্যানিটারি প্যাড বিতরণে রাহুল গান্ধীর ছবি নিয়ে বিজেপির তীব্র সমালোচনা। মহিলাদের ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ চরমে।
প্যাডের প্যাকেটে রাহুল গান্ধীর ছবি।
শেষ আপডেট: 4 July 2025 09:35
দ্য ওয়াল ব্যুরো: বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে মহিলা ভোটারদের আকর্ষণ করতে একাধিক কৌশল নিয়েছে রাজনৈতিক দলগুলি। এই প্রেক্ষাপটেই 'প্যাডম্যান' সিনেমায় অনুপ্রাণিত এক উদ্যোগ নিয়েছে কংগ্রেস। ‘প্রিয়দর্শিনী উড়ান যোজনা’। এই প্রকল্পে রাজ্যের ৫ লক্ষেরও বেশি মহিলাকে স্যানিটারি প্যাড বিতরণ করা হচ্ছে। এই নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিতর্কের মূল কারণ, এই প্যাডের বাক্সগুলিতে রাহুল গান্ধীর ছবি থাকা।
এই প্রকল্পটি মূলত মাসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই নেওয়া হয়েছে। পাশাপাশিই এটি কংগ্রেসের একটি বৃহত্তর নারী-কেন্দ্রিক নির্বাচনী প্রচারেরও অঙ্গ। তাই প্যাডের বাক্সে কেবল রাহুল গান্ধীর ছবি নয়, কংগ্রেসের একটি নির্বাচনী প্রতিশ্রুতিও ছাপা রয়েছে। লেখা আছে, অবহেলিত পরিবারের মহিলাদের জন্য প্রতি মাসে ২৫০০ টাকার আর্থিক সাহায্যের কথা।
এই কাণ্ড করেই বিজেপির প্রবল সমালোচনার মুখে পড়েছে। বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী টুইট করে লেখেন,
"বিহারের নারীদের অপমান রাহুল গান্ধীর ছবি সম্বলিত স্যানিটারি প্যাড! কংগ্রেস আসলে নারী-বিরোধী দল! বিহারের নারীরা কংগ্রেস ও আরজেডিকে উপযুক্ত জবাব দেবে।"
প্রতিদ্বন্দ্বী দল মহাগঠবন্ধন তাদের পক্ষ থেকে ঘোষণা করেছে, যদি তারা ক্ষমতায় আসে তাহলে 'মাই বেহন মান যোজনা'র অধীনে প্রত্যেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসে ২৫০০ করে দেওয়া হবে। অন্যদিকে, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন সরকারও 'মহিলা সংবাদ' নামের একটি গ্রামীণ পর্যায়ে সংযোগ প্রকল্প চালু করেছে, যার লক্ষ্য হল রাজ্যের ২ কোটি মহিলার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা।
এই পরিস্থিতিতে স্যানিটারি প্যাড বিতরণ কৌশল রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। একদিকে কংগ্রেস এটিকে স্বাস্থ্য সচেতনতার প্রয়াস হিসেবে তুলে ধরছে, অপরদিকে বিজেপি বলছে, এটি মহিলাদের প্রতি অবমাননার শামিল।
রাজনীতির ময়দানে নারী-কেন্দ্রিক প্রতিশ্রুতি এবং প্রতিক্রিয়ার এমন টানাপড়েনে, সব মিলিয়ে বিহার নির্বাচনের উত্তাপ যেন আরও কয়েকগুণ বেড়ে গেছে।