শেষ আপডেট: 5th March 2025 12:36
দ্য ওয়াল ব্যুরো: রোহিত শর্মাকে 'মোটা' বলে কটাক্ষ করা কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র শামা মহম্মদ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে ভারতের অনবদ্য জয়ের জন্য অধিনায়কের তারিফ করলেন। ঘরেবাইরে সমালোচনার ঝড়ের মুখে পড়া শামা মঙ্গলবার রাতেই ১৮০ ডিগ্রি ঘুরে নরম সুরে রোহিত শর্মার ক্যাপ্টেনসি ও বিরাট কোহলির ব্যাটিংয়ের প্রশংসা করেছেন।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দুর্ধর্ষ অস্ট্রেলিয়াকে চার উইকেটে ভারত পরাজিত করার পরই কংগ্রেস নেত্রী বলেন, টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চমক লাগানো বিজয়ের অভিনন্দন। বিরাট কোহলির ৮৪ রান এবং আইসিসি-র নকআউট পর্যায়ের ম্যাচে প্রথম হাজার রান করার কৃতিত্বের অধিকারী কোহলিকে শুভকামনা জানান তিনি।
এর আগে রোহিত শর্মার চেহারা নিয়ে তাচ্ছিল্যের সুরে তাঁকে মোটা বলে উল্লেখ করে খেলোয়াড় হিসেবে রোগা ও ফিট হওয়ার পরামর্শ দিয়েছিলেন শামা। আর তা নিয়েই বিসিসিআই, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য, সুনীল গাভাসকর থেকে তাবড় বিজেপি নেতৃত্ব শামা মহম্মদকে তেড়েফুঁড়ে আক্রমণ শুরু করেন। শুধু তাঁর পক্ষে কথা বলেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়। শামার দল কংগ্রেসও তাঁর বক্তব্যের বিষয়ে হাত গুটিয়ে নিয়েছিল। দলের নেতা পবন খেরা জানিয়ে দিয়েছিলেন, শামার বক্তব্যের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। এটা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত বিষয়।
জেতার পর শামা টিম ইন্ডিয়ার প্রশংসার সঙ্গেই রোহিত শর্মার ক্যাপ্টেনসিরও তারিফ করেন। সেই সঙ্গে বলেন, অধীর আগ্রহে অপেক্ষা রইল ফাইনালের দিকে। সংবাদ সংস্থাকে শামা বলেন, আমি খুব খুশি হয়েছি যে, রোহিত শর্মার ক্যাপ্টেসিতে ভারতীয় দল অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়ে দিয়েছে। আমি অভিনন্দন জানাই বিরাট কোহলিকে। যিনি ৮৪ রান করে দলকে জেতাতে সাহায্য করেছেন। আমি ফাইনাল খেলা নিয়ে খুবই উত্তেজিত হয়ে রয়েছি এবং আশায় বুক বেঁধে রয়েছি।
শামা এছাড়াও তাঁর এক্সবার্তায় ভারতীয় টিমকে শুভেচ্ছা জানিয়ে একে দর্শনীয় জয় বলে ব্যাখ্যা করেছেন। বিরাটের ৮৪ রানের জন্য গলা ফাটিয়ে চিৎকার করতে ইচ্ছে করছে বলে জানিয়ে নকআউট পর্যায়ে কোহলির ১০০০ রানের জন্য তাঁকে আলাদা করে অভিনন্দন জানান কংগ্রেস নেত্রী।